Amitabha Malik

কোথায় বিমল? ড্রোনের সাহায্যে জোরদার তল্লাশি জঙ্গল-পাহাড়ে

প্রথম বার তাঁকে ধরতে গিয়ে পুলিশের তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু, এ বার বিমলের সাঙ্গোপাঙ্গদের ছোড়া গুলিতে প্রাণ গেল পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইনস্পেক্টর অমিতাভ মালিকের। এর পরেই গুরুঙ্গকে ধরতে নতুন উদ্যমে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ১৫:৪৭
Share:

বিমল গুরুঙ্গ। ইনসেটে অমিতাভ।—ফাইল চিত্র।

দেড় মাসের মধ্যে দু’বার! পুলিশের হাত ফস্কে পালিয়ে গেলেন বিমল গুরুঙ্গ।

Advertisement

প্রথম বার তাঁকে ধরতে গিয়ে পুলিশের তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু, এ বার বিমলের সাঙ্গোপাঙ্গদের ছোড়া গুলিতে প্রাণ গেল পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইনস্পেক্টর অমিতাভ মালিকের। এর পরেই গুরুঙ্গকে ধরতে নতুন উদ্যমে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিকিম সীমানা জুড়ে রাজ্য পুলিশের একাধিক দল ওই তল্লাশি অভিযান চালাচ্ছে। এমনকী, তল্লাশির কাজে ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে।

আরও খবর
• ‘দাজু, পপু আউন্দাইছ’ শুনে, জুতো ফেলেই ছুট

Advertisement

কিন্তু, কোথায় পালালেন গুরুঙ্গ?

পশ্চিমবঙ্গ এবং সিকিমের মাঝ বরাবর বয়ে গিয়েছে রঙ্গিত নদী। পুলিশের একটি সূত্রের মতে, ওই নদীরই পাশে সিকিম লাগোয়া কোনও জায়গায় লুকিয়ে রয়েছেন বিমল। ওই এলাকায় একটি পাখিরালয় রয়েছে। তাঁদের ধারণা, বিমল ওই পাখিরালয়ের নীচের দিকে কোনও একটা জায়গায় লুকিয়ে রয়েছেন। ওই এলাকা এতটাই জঙ্গলে ভরা যে, তল্লাশি চালাতে সমস্যা হচ্ছে। ওই কাজে ড্রোনেরও সাহায্য নেওয়া হয়েছে। কিন্তু, ঘন জঙ্গলের কারণে ড্রোন ব্যবহার করেও তেমন কোনও লাভ হচ্ছে না। অন্য দিকে, এ দিন পাহাড়ে গুরুঙ্গের আস্তানা পাতলেবাস এলাকাও থমথমে। সেখানেও মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

আরও খবর
বাড়ি পৌঁছল অমিতাভর নিথর দেহ, কান্নার রোল, মানুষের ঢল

এর আগে, গত ১ সেপ্টেম্বর সিকিমের নামচির মাঝিটাঁড়ে এক অতিথি নিবাসে তল্লাশি অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশ। কিন্তু, সে দিন পিছনের গেট দিয়ে ছুটে চা বাগানের আড়ালে চলে যান গুরুঙ্গ। সেখানে মোটরবাইক নিয়ে লুকিয়ে ছিলেন তাঁর এক সঙ্গী। তাতে বসেই কয়েক কিলোমিটার নীচে নেমে একটি গাড়িতে উঠে ফের দ্বিতীয় ডেরায় চলে যান গুরুঙ্গ। সেই ডেরার হদিস পেতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এর প্রায় দেড় মাস পর গত ১২ অক্টোবর রাতে ফের হাতের সামনে গুরুঙ্গকে পেয়ে যায় পুলিশ। সিকিম সীমানা ঘেঁষা লেপচাবস্তিতে তাঁর গোপন ডেরায়। তিন দিক থেকে ঘিরেও ফেলা হয়েছিল তাঁকে। কিন্তু, এ বারও হাত ফস্কে পালিয়ে গেলেন তিনি। পরিস্থিতি বুঝতে পেরে, জঙ্গলের ভিতর দিয়ে কয়েক কিলোমিটার দৌড়ে গুরুঙ্গ রাজ্যের বাইরে চলে যান। কিন্তু, সেই সময়েই গুরুঙ্গের দলের সঙ্গে গুলিযুদ্ধে মারা যান রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর অমিতাভ মালিক। তিনি দার্জিলিং সদর থানায় কর্মরত ছিলেন।

অমিতাভের মৃত্যুতে পুলিশ বাহিনী রীতিমতো তেতে রয়েছে। বিমলকে হাতে পেতে তারা কার্যত মুখিয়ে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন