ভবানীপুরে দীপাকে চায় প্রদেশ কংগ্রেস

রায়গঞ্জের প্রাক্তন সাংসদ হলেও দক্ষিণ কলকাতার সঙ্গে তাঁর যোগ দীর্ঘ দিনের। কেন্দ্রে মন্ত্রী ছিলেন। কংগ্রেসে লড়াকু নেত্রী বলেও পরিচিত। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে তাই এ বার দীপা দাশমুন্সিকে সেখানে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব !

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ০৪:০৪
Share:

ফাইল চিত্র।

রায়গঞ্জের প্রাক্তন সাংসদ হলেও দক্ষিণ কলকাতার সঙ্গে তাঁর যোগ দীর্ঘ দিনের। কেন্দ্রে মন্ত্রী ছিলেন। কংগ্রেসে লড়াকু নেত্রী বলেও পরিচিত। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে তাই এ বার দীপা দাশমুন্সিকে সেখানে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেন রাজ্য কংগ্রেস নেতৃত্ব !

Advertisement

কংগ্রেসের ৪৩ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করার জন্য দলীয় সভানেত্রী সনিয়া গাঁধীর উপস্থিতিতে আজ দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠক হয়। দশ জনপথে ওই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যে-হেতু মহিলা। তাঁর বিরুদ্ধে এক জন লড়াকু মহিলা প্রার্থী হলে রাজকীয় লড়াই হবে। এ ব্যাপারে দীপা দাশমুন্সিকে প্রস্তাব দেওয়া হয়েছে। দীপা জানিয়েছেন, হাইকম্যান্ড যদি চান তা হলে তিনি ব্যাপারটা বিবেচনা করে দেখবেন!’’

কংগ্রেসের এই কৌশলে বামেরাও খুশি। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, ‘‘যে আসন কংগ্রেস লড়বে, সেখানে প্রার্থী তারাই ঠিক করবে। এই নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে আমার মনে হয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াকু মহিলা মুখ হিসাবে দীপা দাশমুন্সি থাকলে ভালই হবে।’’ সিপিএম সূত্রের বক্তব্য, দক্ষিণ কলকাতার কিছু এলাকায় এখনও প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রভাব আছে। প্রিয়-ঘরণী হিসাবে দীপা সেই প্রভাবের ফায়দা তুলতে পারবেন। সিপিএম সমর্থকদের ভোট কংগ্রেসের বাক্সে নিয়ে যেতেও সমস্যা হবে না।

Advertisement

প্রসঙ্গত, এআইসিসি-র তরফে ভবানীপুরে প্রার্থীর নাম ঘোষণা না হলেও দিন সাতেক আগে সাংবাদিক বৈঠকে অধীরবাবু জানিয়েছিলেন, ভবানীপুরে দলের প্রার্থী হবেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র। আজ তিনি যদুবাবুর বাজার এলাকা থেকে প্রচারও শুরু করে দেন। প্রচার শেষে ওমপ্রকাশ বলেন, ‘‘আমি যে প্রচার শুরু করছি অধীরবাবু তা জানতেন। ওঁর অনুমতি নিয়েই পদযাত্রা করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন