বুদ্ধকে দেখতে বাড়িতে কারাট

শহরে এসে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করে গেলেন প্রকাশ কারাট। আলিমুদ্দিনে বারবার দেখা হলেও শেষ কবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক, মনে করতে পারছেন না অনেকেই!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ০৩:১৫
Share:

ছবি: সংগৃহীত

দলের অন্দরে তাঁদের মধ্যে মতের টানাপড়েন হয়েছে অনেক বার। কিন্তু ব্যক্তিগত সম্পর্কে প্রভাব পড়েনি। শহরে এসে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করে গেলেন প্রকাশ কারাট। আলিমুদ্দিনে বারবার দেখা হলেও শেষ কবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক, মনে করতে পারছেন না অনেকেই!

Advertisement

হাওড়ায় দলীয় কর্মসূচিতে যাওয়ার আগে রবিবার সকালে বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন কারাট। ফুসফুসের সমস্যায় বুদ্ধবাবু আপাতত গৃহবন্দি। তবে আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। নিজের চিকিৎসকদের তত্ত্বাবধানেই আছেন তিনি। আরও কিছু দিন সম্ভবত তাঁর বাড়ির বাইরে পা দেওয়া হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement