মনমোহন উৎকর্ষ নিয়ে বলবেন প্রেসিডেন্সিতে

এ বার প্রতিষ্ঠা দিবসে (২০ জানুয়ারি) রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে পাচ্ছে প্রেসিডেন্সি। প্রতিষ্ঠানের ২০০ বছর পূর্তি উপলক্ষে বছরভর অনুষ্ঠানের আয়োজন করছে প্রাক্তনী সংসদ।

Advertisement
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ০২:৩১
Share:

ফাইল চিত্র।

এ বার প্রতিষ্ঠা দিবসে (২০ জানুয়ারি) রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে পাচ্ছে প্রেসিডেন্সি। প্রতিষ্ঠানের ২০০ বছর পূর্তি উপলক্ষে বছরভর অনুষ্ঠানের আয়োজন করছে প্রাক্তনী সংসদ। তার অঙ্গ হিসেবেই ২০ তারিখ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলে বক্তৃতা দেবেন মনমোহন। তাঁর বক্তৃতার মূল প্রতিপাদ্য হওয়ার কথা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, উৎকর্ষ কেন্দ্র এবং বর্তমান শতকের শিক্ষা ব্যবস্থা। সে-দিনই বিকেলে ওই হলে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ২০১৭ সালের ‘অতুলচন্দ্র গুপ্ত ডিস্টিংগুইসড অ্যালামনাস’ সম্মান দেওয়া হবে ইংরেজির অধ্যাপক সুকান্ত চৌধুরীকে। স্নাতক স্তরে বিজ্ঞান ও কলা বিভাগে ২০১৬ সালের সেরা পড়ুয়াকে দেওয়া হবে ‘প্রেসিডেন্সি অ্যালামনাস স্বর্ণপদক’। সঙ্গে ২৫ হাজার টাকা। ১৫ জানুয়ারি প্রেসিডেন্সির প্রাক্তনী স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে হবে ‘ঐতিহ্য-পদযাত্রা’। ২১ জানুয়ারি ডিরোজিওর জীবন নিয়ে উৎপল দত্তের ‘ঝড়’ নাটকটি মঞ্চস্থ করবে প্রাক্তনী সংসদ। ১১ ফেব্রুয়ারি ইডেনে প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের ক্রিকেট ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পেতে চাইছেন উদ্যোক্তারা। প্রেসিডেন্সির মূল ভবনের দেওয়ালে বিশিষ্ট প্রাক্তনীদের নাম খোদাইয়ের কাজ শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন