প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারকে অনুরোধ জানালেন যাতে তাঁদের আর কোনও শিক্ষককে বদলি না করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সরকারের তরফে বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস মিলেছে।
উচ্চশিক্ষা দফতরের নির্দেশে প্রেসিডেন্সির পরপর শিক্ষক-বদলি নিয়ে বহু দিন ধরেই ক্ষুব্ধ পড়ুয়া এবং শিক্ষকদের একাংশ। এ নিয়ে পড়ুয়ারা কয়েক বার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেছিলেন। অভিযোগ, এর সঙ্গে কিছু শিক্ষকের প্রেসিডেন্সি ছেড়ে চলে যাওয়ায় বিঘ্নিত হচ্ছিল শিক্ষার পরিবেশ। সম্প্রতি গভর্নিং বোর্ডের বৈঠকে প্রেসিডেন্সির প্রাক্তন উপাচার্য মালবিকা সরকার শিক্ষক বদলির বিষয়ে উচ্চশিক্ষা সচিব বিবেক কুমারের দৃষ্টি আকর্ষণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার শুক্রবার বলেন, ‘‘অধ্যাপক বদলি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু করার নেই। আইন মেনেই বদলি হয়েছে। সরকারকে বিষয়টি জানিয়েছি।’’