খাগড়াগড় শুনানিতে সংশয়

শেষ বার সাক্ষ্যগ্রহণ হয়েছিল ১৪ সেপ্টেম্বর। তার পরে আজ, সোমবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের আদালত বা এনআইএ আদালতে খাগড়াগড় বিস্ফোরণ মামলার বিচার ফের শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ০৩:৪১
Share:

ছবি: সংগৃহীত।

শেষ বার সাক্ষ্যগ্রহণ হয়েছিল ১৪ সেপ্টেম্বর। তার পরে আজ, সোমবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের আদালত বা এনআইএ আদালতে খাগড়াগড় বিস্ফোরণ মামলার বিচার ফের শুরু হওয়ার কথা। কিন্তু আদালত সূত্রের খবর, ইতিমধ্যে বিচারক কুন্দনকুমার কুমাইয়ের অন্যত্র বদলি হওয়ার নির্দেশ আসায় আজ সাক্ষ্যগ্রহণ হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জেলা আদালতের বিচারক প্রসেনজিৎ বিশ্বাস এনআইএ আদালতের নতুন বিচারক হয়ে আসছেন। তাঁকে ২৪ নভেম্বরের মধ্যে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক কুমাইকে বদলি করা হয়েছে নিউ টাউনের পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় অ্যাকাডেমিতে। বিচারক বিশ্বাস এখনও এনআইএ আদালতের দায়িত্ব নেননি। কিন্তু বদলির নির্দেশ আসার পরে বিচারক কুমাই আজ খাগড়াগড় মামলার সাক্ষ্য নেবেন কি না, তা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বর্ধমান জেলা আদালত থেকে বদলি হয়ে বিচারক কুমাই এনআইএ আদালতের দায়িত্ব নেন গত মে মাসে। দার্জিলিঙে গোর্খা লিগ নেতা মদন তামাং হত্যা মামলা চলছে মুখ্য বিচারকের আদালতে। বিচারক কুমাই কার্শিয়াঙের বাসিন্দা। তাই তাঁকে বদলি করা হল বলে অনেকের মত।

Advertisement

খাগড়াগড় বিস্ফোরণ মামলার অভিযুক্ত, বর্ধমানের বোরহান শেখকে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেফতার করা হয়। তার পরে আর কেউ ধরা পড়েনি। বোরহান শেখ গ্রেফতার হওয়ার পরে আজ প্রথম ওি মামলার সাক্ষ্য গ্রহণ করার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন