Saline Controversy

প্রসূতিমৃত্যুর জের! নিষিদ্ধ সেই স্যালাইন সরানো হল মেদিনীপুর মেডিক্যালের বিভিন্ন ওয়ার্ড থেকে

প্রসূতিমৃত্যুর ঘটনার পর গত ১৩ জানুয়ারি নির্দেশিকা জারি করে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর তৈরি ‘রিঙ্গার্স ল্যাকটেট’ স্যালাইন সব হাসপাতাল থেকে সরানোর নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:০০
Share:

—প্রতীকী চিত্র।

মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে অবশেষে সরানো হল সেই নিষিদ্ধ স্যালাইন। প্রসূতিমৃত্যুর ঘটনার পর গত ১৩ জানুয়ারি নির্দেশিকা জারি করে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর তৈরি ‘রিঙ্গার্স ল্যাকটেট’ স্যালাইন সব হাসপাতাল থেকে সরানোর নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। তার ১৪ দিন পর সোমবার সেই স্যালাইন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়ে এসে রাখা হল হাসপাতালের অস্থায়ী স্টোররুমে।

Advertisement

সম্প্রতি মেদিনীপুর মেডিক্যালে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়। আরও তিন জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। অভিযোগ, হাসপাতালে নিম্নমানের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের। তার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রসূতিরা। দাবি, ওই স্যালাইন ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’ সংস্থার তৈরি। এর পরেই ওই সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্য দফতর। তার পরেই গত নির্দেশিকা জারি করে ওই স্যালাইনের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

সব হাসপাতালের সুপার এবং চিফ মেডিক্যাল অফিসারের উদ্দেশে জারি করা নির্দেশিকায় স্বাস্থ্য দফতর জানিয়েছিল, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন আর হাসপাতালে ব্যবহার করা যাবে না। যদি কোনও হাসপাতালে ওই স্যালাইন মজুত থেকে থাকে, তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে এমন জায়গায় রাখতে হবে, যাতে কেউ তা বার করে ব্যবহার না করতে পারে।

Advertisement

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা জারি হওয়ার এত দিন পর সেই নির্দেশ পালন করা হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন বলেন, ‘‘সরকারি নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড থেকে সরানো হয়েছে আরএল স্যালাইনগুলিকে। যেমন নির্দেশ মিলবে, তেমন কাজ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement