Visva Bharati

Visva Bharati: বিশ্বভারতীর পড়ুয়াদের জন্য প্রতিবাদে যাদবপুর

বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র ও শিক্ষক সংগঠনকে এই কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ০৯:১৯
Share:

ফাইল চিত্র।

বিশ্বভারতীর তিন জন ছাত্রকে বহিষ্কার এবং দুই শিক্ষককে সাসপেন্ড করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংগঠিত আন্দোলনের সমর্থনে আজ, মঙ্গলবার কনভেনশন হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে ‘বিশ্বভারতীর পাশে যাদবপুর’ শীর্ষক এই কনভেনশনে উপস্থিত থাকার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানস ঘোষ, আব্দুল মতিন প্রমুখের। বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র ও শিক্ষক সংগঠনকে এই কনভেনশনে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, নাগরিক আন্দোলনের বহু বিশিষ্ট মুখ এবং বিশ্বভারতীর কয়েক জন প্রাক্তনীও সেখানে থাকবেন। বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে আজই বোলপুর স্টেশন থেকে বিশ্বভারতী পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে এসএফআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন