ছবি সংগৃহীত।
শারীরিক প্রতিবন্ধকতার চিকিৎসা এবং গবেষণার জাতীয় স্তরের প্রতিষ্ঠান এনআইএলডিডি-র সদর দফতর কলকাতা থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগের বিরুদ্ধে সরব হলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংগঠনের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী এবং আরও কিছু সংগঠনের ডাকে শুক্রবার বনহুগলিতে এনআইএলডিডি-র ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশে ছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আরএসপি-র মনোজ ভট্টাচার্য, পিডিএসের সমীর পূততুণ্ড, পরিচালক তরুণ মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ। উদ্যোক্তাদের আশঙ্কা, ওই প্রতিষ্ঠানের সদর দফতর কলকাতা থেকে সরে গেলে বাজেট কমবে এবং বিনামূল্যে সহায়ক সরঞ্জামের জন্য বরাদ্দ কমে যাবে। তাঁদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে সুজনবাবু বলেন, ‘‘প্রতিবন্ধকতার চিকিৎসার ক্ষেত্রে এমন একটি স্বীকৃত প্রতিষ্ঠান, যার আগে নাম ছিল এনআইওএইচ, কেন্দ্রীয় সরকার এখান থেকে সরিয়ে নিতে চাইছে। এই চেষ্টা রুখতে হবে। রাজ্য সরকারেরও উচিত প্রতিবাদে এগিয়ে আসা। প্রয়োজনে আমাদের দিল্লি যেতে হবে।’’ সমাবেশে মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল সাংসদ দোলা সেন, বিধায়ক তাপস রায়দের আমন্ত্রণ থাকলেও তাঁরা কেউ যাননি।