পুলওয়ামায় গাড়িবোমা হামলার প্রতিবাদে মিছিল

কাশ্মীরের পুলওয়ামায় গাড়িবোমা হামলার প্রতিবাদে এবং নিহত সেনা জওয়ানদের স্মরণে শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করল রাজনৈতিক দলগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৯
Share:

সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল হয় ধর্মতলা থেকে মহাজাতি সদন পর্যন্ত।—নিজস্ব চিত্র।

কাশ্মীরের পুলওয়ামায় গাড়িবোমা হামলার প্রতিবাদে এবং নিহত সেনা জওয়ানদের স্মরণে শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করল রাজনৈতিক দলগুলি।

Advertisement

সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল হয় ধর্মতলা থেকে মহাজাতি সদন পর্যন্ত। কংগ্রেসের সংখ্যালঘু শাখা প্রদেশ কংগ্রেস দফতর থেকে মৌলালি মোড় পর্যন্ত মিছিল করে। দক্ষিণ কলকাতাতেও যদুবাবুর বাজারের কাছে মোমবাতি মিছিল করে কংগ্রেস।

বিজেপির মিছিল হয় গিরিশ পার্কে। ফরওয়ার্ড ব্লক মোমবাতি মিছিল করে তাদের রাজ্য দফতর থেকে ধর্মতলা পর্যন্ত। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) মোমবাতি মিছিল করে কলেজ স্ট্রিট থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল মিছিল করে শ্যামবাজার, যাদবপুর, গড়িয়া, সিঙ্গুর, রাণাঘাট প্রভৃতি অঞ্চলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement