স্ত্রী খুনে ধৃত যুবক

নগদ টাকা ও গয়নার দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। রবিবার সকালে সিউড়ি হাসপাতালে ভর্তি সালমা বিবি (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়। তার পরে তরুণীর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৩
Share:

নগদ টাকা ও গয়নার দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। রবিবার সকালে সিউড়ি হাসপাতালে ভর্তি সালমা বিবি (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়। তার পরে তরুণীর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম গোলাম নবি। বাড়ি সিউড়ি শহরের রুটি পাড়া এলাকায়। বধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে সিউড়ি ২ ব্লকের বাঁশরা গ্রামের মির সেলিমের মেয়ে সালমার সঙ্গে বিয়েহয়েছিল এই গোলামের। তার পর থেকেই নানা সময় সালমার উপরে স্বামী শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন বলে অভিযোগ। মির সেলিম বলেন, ‘‘শনিবার টাকা ও গয়নার দাবিতে মেয়েকে বেধড়ক মারধর করে জামাই।’’ সিউড়ি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় সালমাকে ভর্তি করানো হয়েছিল। রবিবার সকালেই মারা যান সালমা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement