Ration Card

রেশন কার্ড ফিরে পেল ৩০ পরিবার

গ্রামের ৩০টি পরিবারের রেশন কার্ড তৃণমূল কেড়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

সদাইপুর শেষ আপডেট: ২৯ মে ২০২১ ০৭:০০
Share:

নির্বাচনের ফল প্রকাশের পরেই বিজেপি করার ‘অপরাধে’ সদাইপুর থানার করমকাল গ্রামের ৩০টি পরিবারের রেশন কার্ড তৃণমূল কেড়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছিল। সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে হইচই হওয়ার পরেই কার্ড ফিরে পেল ওই সব পরিবার।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে শুধু ৩০টি পরিবারকে রেশন কার্ড ফিরিয়ে দেওয়াই নয়, সবুজসাথী প্রকল্পে পাওয়া বেশ কয়েকটি সাইকেল এবং কয়েকটি বার্ধক্য ভাতার কার্ডও ফিরিয়ে দেওয়া হয়েছে। তাতেই হাঁফ ছেড়ে বেঁচেছে বিপাকে পড়া পরিবারগুলি। কার্ড যে ফেরানো হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ওই এলাকার তৃণমূল নেতা স্বপন মণ্ডল। তিনি বলেন, ‘‘এ ভাবে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না। কেউ সেটা(রেশন কার্ড) নিয়ে থাকলে ফিরিয়ে দিতেই হবে।’’

পারুলিয়া পঞ্চায়েতের ওই ভুক্তভোগী পরিবারগুলির অভিযোগ, রেশন কার্ড কেড়ে নেওয়াই নয়, স্থানীয় ডিলারকে কাদের রেশন দেওয়া যাবে না তার একটি তালিকাও ধরিয়ে দেওয়া হয় তৃণমূল পক্ষ থেকে। বিষয়টি সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় জানতে পেরে বুধবার জেলা রাজ্য ও প্রশাসনের নজরে আনেন। তার পরেই নড়াচড়া শুরু হয়। প্রাথমিক ভাবে পারুলিয়া অঞ্চলের তৃণমূল নেতারা ওই অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু, সংবাদমাধ্যমের কাছে দলের নেতাদের বিরুদ্ধে লকডাউনের সময় গরিব মানুষকে রেশন থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে শুনে রীতিমতো ক্ষুব্ধ হন জেলার শীর্ষ নেতৃত্ব।

Advertisement

তৃণমূল সূত্রের খবর, তার পরেই রেশন কার্ড ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ওই গ্রামের বিজেপি সমর্থক বলে পরিচিত বাসিন্দারা এ দিন বলে, ‘‘রেশন কার্ডের সঙ্গে কেড়ে নেওয়া সবুজ সাথীর বেশ কয়েকটি সাইকেল ওবার্ধক্যভাতার কার্ডও ফেরত পেয়েছি। এখন দেখতে হবে আগামী দিনে ফের অশান্তি হয় কি না।’’

তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘কার্ড ফেরানো হয়েছে বলে শুনেছি। যে বা যাঁরা এই কাণ্ডে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এই অন্যায়কে কোনও ভাবে প্রশ্রয় নয়।’’ জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘কার্ড ফেরত দেওয়াই প্রমাণ করে এখনও গ্রামে গ্রামে কী ভাবে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে শাসকদল। চাইব, শাসকদলের নেতাদের শুভবুদ্ধির উদয় হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন