TMC

‘মমতার উন্নয়নের শরিক হব’, কংগ্রেসের টিকিটে জয়ী বীরভূমের চার পঞ্চায়েত সদস্য তৃণমূলে

ওই চার সদস্যের দাবি, তাঁদের কেউ জোর করেননি। তৃণমূলে যোগ দেওয়া এমনই এক জয়ী কংগ্রেস প্রার্থী সাবিত্রী সাহার কথায়, ‘‘মানুষের কাজ করার জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মুরারই শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৫:৫৪
Share:

মন্ত্রী চন্দ্রনাথ সিংহের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থীরা। —নিজস্ব চিত্র।

কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন। বীরভূমের মুরারই-১ ব্লকের কলহপুরে এমন চার পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে চার সদস্য বললেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হওয়ার জন্য দল বদলালাম।’’

Advertisement

কংগ্রেসের টিকিটে জয়ী চার সদস্য সোমবার রাতে কলহপুর গ্রামে রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের বাড়িতে যান। সেখানেই তৃণমূলে যোগ দেন তাঁরা। কংগ্রেসের যে চার সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন রাজগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বনরামপুর এলাকার হাকিমা বিবি, মোহনপুর এলকার রেজিনা মার্ডি, আবদুল্লাপুরের রবিউল মণ্ডল এবং গোঁরসা গ্রাম পঞ্চায়েত এলাকার ডুরিয়ার সাবিত্রী সাহা। এই ‘যোগদান শিবির’-এ উপস্থিত ছিলেন তৃণমূলের মুরারই-১ ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ এবং বীরভূম জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য। চার সদস্যের দাবি, তাঁদের কেউ জোর করেননি। নিজেদের ইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলে যোগ দেওয়া এমনই এক জয়ী কংগ্রেস প্রার্থী সাবিত্রী সাহার কথায়, ‘‘মানুষের কাজ করার জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।’’

এই যোগদান নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ বলেন, ‘‘এঁরা আগে কংগ্রেসের টিকিটে বিজয়ী হন। কিন্তু বুঝতে পেরেছেন, কংগ্রেসে থেকে কাজ করা যাবে না। তাঁরা এ-ও বুঝতে পেরেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচির অংশ হতে পারবেন না। তাঁরা এ-ও বলেছেন, তৃণমূলের ভেবে নমিনেশন পেপারে সই করেছিলেন। তখন বুঝতে পারেননি। এখন বুঝতে পেরে তৃণমূলে যোগ দিলেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন