খুন তৃণমূল নেতা, গ্রেফতার বিজেপির ছ’জন

বিবেকবাবুর দাবি, ‘‘প্রতিবাদের প্রচলিত পথ অবরোধ। তাহলে গ্রেফতার কেন?’’ জেলার এক পুলিশ-কর্তার দাবি, ‘‘জাতীয় সড়কে অবরোধ ও জমায়েতে বহু মানুষ নাজেহাল হন। সে কারণেই গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ০২:৪১
Share:

উদ্ধার হয় গুলির খোল। ছবি: সঙ্গীত নাগ।

বোর্ড গঠনে গন্ডগোল পাকানো ও জাতীয় সড়ক অবরোধের অভিযোগে বিজেপির ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা সকলেই পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া পঞ্চায়েতের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তাঁদের ধরা হয়। শুক্রবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হয়। তাদের জেল হাজত হয়।

Advertisement

বৃহস্পতিবার ওই পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল। ভোটের পর এই পঞ্চায়েতের ফল ছিল ১১ আসনের মধ্যে বিজেপি ৭, তৃণমূল ৪। পরবর্তীকালে বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেন। বিজেপির জেলা সম্পাদক বিবেক রঙ্গার দাবি, ‘‘দলবদলের পরেও ৬ সদস্য থাকায় আমরা সংখ্যা গরিষ্ঠ ছিলাম। কিন্তু প্রশাসনের এক আধিকারিক বোর্ড গঠনের সময় পঞ্চায়েত সদস্যদের ব্যালট নিয়ে কারচুপি করায় আমাদের এক সদস্য ভোট দিতে পারেননি। তার জেরে দু’দল সমসংখ্যক হয়ে যায়। টসে কারচুপি করে বোর্ড তৃণমূলকে পাইয়ে দেওয়া হয়।’’ এরপরেই বিজেপির কর্মী-সমর্থকেরা জাতীয় সড়ক অবরোধ করেন। সে জন্যই ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।

বিবেকবাবুর দাবি, ‘‘প্রতিবাদের প্রচলিত পথ অবরোধ। তাহলে গ্রেফতার কেন?’’ জেলার এক পুলিশ-কর্তার দাবি, ‘‘জাতীয় সড়কে অবরোধ ও জমায়েতে বহু মানুষ নাজেহাল হন। সে কারণেই গ্রেফতার করা হয়েছে।’’

Advertisement

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী দাবি করেন, ‘‘আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছি। অন্যায় ভাবে আমাদের পঞ্চায়েত পেতে দিল না, আর আমাদের বিরুদ্ধেই মামলা করা হল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন