লাভপুর-কাণ্ডে ধৃতদের জেল

লাভপুরের দরবারপুরে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হওয়া আট জনের জামিনের আবেদন খারিজ হল বোলপুর এসিজেএম আদালতে। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের ভারপ্রাপ্ত এসিজেএম সৌরভ নন্দী ধৃতদের জামিনের আবেদন নামঞ্জুর করে চার জনকে তিন দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০০:৩১
Share:

লাভপুরের দরবারপুরে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হওয়া আট জনের জামিনের আবেদন খারিজ হল বোলপুর এসিজেএম আদালতে। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের ভারপ্রাপ্ত এসিজেএম সৌরভ নন্দী ধৃতদের জামিনের আবেদন নামঞ্জুর করে চার জনকে তিন দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।”

Advertisement

ময়ূরাক্ষী নদীতে বালির ঘাটের দখল ঘিরে লাভপুর থানার মীরবাঁধ এবং দরবারপুরে উত্তেজনা ছড়ায় শুক্রবার। পুলিশের দাবি, ওই দিন সকালে পাশাপাশি দুই গ্রামের সমাজবিরোধীদের মধ্যে প্রথমে বোমাবাজি হয়। তারপর দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে দরবারপুর। তাতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে নয় বাসিন্দার।

পুলিশের অনুমান, বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। ফিরোজবাবু জানান, ধৃত আট জনকে রবিবার আদালতে হাজির করায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অপরাধ করার জন্য সংগঠিত হওয়া, বিস্ফোরণের ধারা ও অস্ত্র আইনের ধারায় অভিযোগ হয়েছে। ধৃতেরা হলেন দরবারপুরের জসিমুদ্দিন শেখ, মিরাজুল শেখ, জালালুদ্দিন শেখ, সিতারুল শেখ এবং মীরবাঁধের জামিরুল শেখ, মুক্তার শেখ, শেখ রেজাউল, সামিরুদ্দিন শেখ। জসিমুদ্দিন, জালালুদ্দিন, সিতারুল ও সমিরুদ্দিনের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিস্ফোরণের আগে, শুক্রবার সকালের ঝামেলায় শনিবার ধৃত ছয় জনের মধ্যে এক জনকে তিন দিনের পুলিশ হেফাজত এবং বাকি পাঁচ জনের ১৪ দিন জেল হাজতের নির্দেশে আগেই দিয়েছেন বিচারক।

Advertisement

এ দিকে, বিস্ফোরণের দু’দিনের মাথায় ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে লাভপুরের দরবারপুর। এ দিন এলাকার বেশির ভাগ দোকানপাঠই ছিল খোলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement