স্মারকলিপি

শিক্ষাবর্ষের শুরুতেই ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া, মাসের প্রথম দিনেই শিক্ষকদের বেতন দেওয়া-সহ নানা দাবিতে শুক্রবার রাইপুর ব্লক অফিসে স্মারকলিপি দিল বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ এবং এবিপিটিএ।

Advertisement
শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০০:৩২
Share:

শিক্ষাবর্ষের শুরুতেই ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া, মাসের প্রথম দিনেই শিক্ষকদের বেতন দেওয়া-সহ নানা দাবিতে শুক্রবার রাইপুর ব্লক অফিসে স্মারকলিপি দিল বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ এবং এবিপিটিএ। এবিটিএ-র বাঁকড়া জেলা কমিটির সদস্য বীরেন্দ্রনাথ ঘোষ এবং এবিপিটিএ-র রাইপুর জোনাল কমিটির সম্পাদক শিবদাস সরকার বলেন, “রাজ্যে পরিবর্তনের পর থেকেই শিক্ষা ব্যবস্থা তার ছন্দ হারিয়েছে। ঠিক সময়ে ছাত্রছাত্রীরা পাঠ্য বই পাচ্ছে না, শিক্ষকেরা বেতন পাচ্ছেন না সময়মতো, অনেক শূন্যপদ রয়েছে, কিন্তু কর্মী নিয়োগ বন্ধ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement