স্কুলে মিড-ডে মিলের মান ভাল নয়, স্কুলের গ্রন্থাগার থেকে বই মেলে না, ল্যাবরেটরির মানও ভাল নয়— এমনই অভিযোগ তুলে শনিবার বাঘমুণ্ডির তুন্তুড়ি উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। পড়ুয়াদের বিক্ষোভকে কেন্দ্র করে স্কুলে উত্তেজনাও ছড়ায়। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। ছাত্রদের দাবি, পুলিশ তাঁদের অভিযোগগুলি লিখিত ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে বলেছে। পরে তারা বিক্ষোভ তুলে নেয়। এ দিনের বিক্ষোভ থেকে ভারপ্রাপ্ত শিক্ষকের পদত্যাগের দাবিও ওঠে। পড়ুয়াদের আরও অভিযোগ, স্কুলে মোটে দু’টি কম্পিউটার রয়েছে। প্রধান শিক্ষক সমস্যাগুলি নিয়ে আদৌ ভাবেন না। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামলচন্দ্র মাহাতো বলেন, ‘‘ওদের অভিযোগ ঠিক নয়। অভিভাবকদের সঙ্গে এ নিয়ে কথা বলব।’’