রাস্তা চাই, ক্ষোভ পুরুলিয়ার কলেজে

পুকুরে যেতে তাঁদের জন্য পৃথক যাতায়াতের রাস্তা করে দেওয়ার দাবিতে বিএড কলেজের অধ্যক্ষের কাছে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০০:২৩
Share:

পুকুরে যেতে তাঁদের জন্য পৃথক যাতায়াতের রাস্তা করে দেওয়ার দাবিতে বিএড কলেজের অধ্যক্ষের কাছে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের উপরে থাকা বিএড কলেজের পিছনে রয়েছে ললিতবাঁধ নামে জলাশয়। স্থানীয় সহিসপাড়া ও বাউরিপাড়ার সিংহভাগ বাসিন্দা এই জলাশয়ের উপরে নির্ভরশীল। স্নান, কাপড়কাচা-সহ নানা কাজে এই জলাশয়ই ভরসা। বাসিন্দারা জানিয়েছেন, এই জলাশয়ে যাওয়ার জন্য বিএড কলেজের ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। এত দিন কলেজের গেট খোলা থাকায় জলাশয় ব্যবহার করায় কোনও অসুবিধে হয়নি। স্থানীয় বাসিন্দা বাপন বাউরি, শুভজিৎ সহিস, অমিতা সহিস, পান্না সহিসরা বলেন, ‘‘কলেজ কর্তৃপক্ষ এখন অন্য জায়গায় সদর দরজা বসাচ্ছেন। সেই বড় দরজায় একটি ছোট দরজা লাগানো হলেও আমাদের আশঙ্কা সেই ছোট দরজা ছুটির দিনে বা কলেজ বন্ধ থাকলে আমাদের প্রচণ্ড সমস্যায় পড়তে হবে। সে ক্ষেত্রে পুকুরে যাওয়ার কোনও বিকল্প রাস্তা থাকছে না।’’ বাসিন্দারা কলেজ কর্তৃপক্ষের কাছে মূল সদর দরজার পাশে বিকল্প একটি রাস্তা রাখার দাবি তুলেছেন। বিএড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার পান্ডা বলেন, ‘‘স্থানীয়দের যাতায়াতের পথ আমরা বন্ধ করিনি। তাঁদের আশঙ্কা অমূলক। নতুন জায়গায় গেট বসানো হলেও তার মধ্যে একটি ছোট দরজা রাখা হচ্ছে। সেটা দিয়েই লোকজন যাতায়াত করবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন