ফের ঢুকছে হাতির পাল, সতর্কতা বাঁকাদহে

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা পেরিয়ে বাঁকুড়ার সীমানা লাগোয়া বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের একেবারে কাছে চলে এসেছে ৪২টি হাতির দল। এই খবর জানিয়ে মঙ্গলবার ওই বিভাগের ডিএফও অয়ন ঘোষ বলেন, ‘‘বনরক্ষীদের সতর্ক করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০১:২৮
Share:

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা পেরিয়ে বাঁকুড়ার সীমানা লাগোয়া বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের একেবারে কাছে চলে এসেছে ৪২টি হাতির দল। এই খবর জানিয়ে মঙ্গলবার ওই বিভাগের ডিএফও অয়ন ঘোষ বলেন, ‘‘বনরক্ষীদের সতর্ক করা হয়েছে। হাতির গতিবিধি জানিয়ে ওই সীমানা লাগোয়া শালদহ, গোলকপুর, খড়িকাশুলি ইত্যাদি এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রচার করা হচ্ছে মাইকেও।’’ দিন কয়েক আগে ওই এলাকারই এক বাসিন্দা হাতির সামনে পড়ে প্রাণ হারিয়েছিলেন। সে নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। তার মধ্যেই ফের হাতি ঢোকার খবরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারাও।

Advertisement

এ দিকে, মঙ্গলবার ভোরের দিকে একটি দলছুট দাঁতাল বাঁকুড়া উত্তর বন বিভাগের সোনামুখী রেঞ্জের মানিকবাজার গ্রামে ঢুকে পড়ে। তাতে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। হাতি আটকাতে না পারার অভিযোগ তুলে বনরক্ষীদের উপর চড়াও হন কিছু মানুষ। ওই বন বিভাগের ডিএফও পিনাকী মিত্রের অভিযোগ, ‘‘হাতিটি তেমন কিছু ক্ষয়ক্ষতি করেনি। অথচ মদ্যপ অবস্থায় কিছু লোক আমাদের বনরক্ষী বরেন্দ্রনাথ বাউরিকে মারধর করেছে। তাঁকে সোনামুখী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করাতে হয়েছে।’’ অভিযোগ জানানো হয়েছে পুলিশকেও। তবে বনরক্ষীকে মারধরের অভিযোগ মানতে চাননি এলাকার কেউই। বরং তাঁদের অনেকের দাবি, ‘‘হাতি ঢুকলেও বনরক্ষীদের সময় মতো ডেকে পাওয়া যায়নি। এই নিয়ে বচসা হয়েছিল মাত্র।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement