Anubrata Mondal

বোলপুরের আইসি-কে কুকথা: তিন মাস পর আদালতে হাজির অনুব্রত, জানালেন জামিনের আর্জি

সোমবার বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। আদালতের দ্বারস্থ হয়ে জামিনের আর্জি জানালেন বীরভূমের তৃণমূল নেতা। দুপুর ২টোয় সেই জামিন মামলায় নির্দেশ ঘোষণা করবেন বিচারক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৩:১৭
Share:

অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।

বোলপুর থানার আইসি-কে গালিগালাজ কাণ্ডে তিন মাস পর আদালতের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। আদালতের দ্বারস্থ হয়ে জামিনের আর্জি জানালেন বীরভূমের তৃণমূল নেতা।

Advertisement

সোমবার বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। দুপুর ২টোয় সেই জামিন মামলায় নির্দেশ ঘোষণা করবেন বিচারক।

প্রসঙ্গত, গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল অনুব্রতের বিরুদ্ধে। ওই ঘটনার পর পুলিশ অনুব্রতকে নোটিস পাঠায়। বার দুয়েক হাজিরা এড়ানোর পর বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিয়েছিলেন কেষ্ট।

Advertisement

আইসি-কে কুকথা বলার ঘটনায় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ক্ষমাও চাইতে হয়েছিল অনুব্রতকে। ঘটনাচক্রে, তৃণমূল নেতৃত্ব অনুব্রতকে বীরভূম জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার পরেই আইসি কাণ্ড ঘটেছিল। তখন অনুব্রত স্রেফ দলের কোর কমিটির এক জন সাধারণ সদস্য ছিলেন। সেই পরিস্থিতিতে আইসিকে কুকথা বলে বিতর্কে জড়িয়ে দলে আরও কোণঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত। গত ২১ জুলাই তৃণমূলের ধর্মতলার সমাবেশেও কেষ্ট অন্তরালে ছিলেন, যা নিয়ে জোর চর্চা হয় জেলায়। ঠিক তার পরেই বীরভূম যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অনুব্রতের সঙ্গে একান্ত বৈঠকও করেন। পরে অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। তার পর থেকেই অনুব্রতের প্রাসঙ্গিকতা আবার বাড়তে শুরু করে জেলার রাজনীতিতে। আবার স্বমহিমায় ফেরেন অনুব্রত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement