Bankura University

Bankura: পাঁচ মাস পরেও ভুল মার্কশিট! ক্ষুব্ধ বাঁকুড়া বিশ্ববিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা মোট ২৭ কলেজে গত জুন মাসে স্নাতকস্তরের প্রথম ও তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ১৬:৪০
Share:

—নিজস্ব চিত্র।

স্নাতক স্তরের পরীক্ষার ফলাফল আগেই ঘোষণা করা হয়েছে। তার পাঁচ মাস পর মার্কশিট হাতে পেলেন পড়ুয়ারা। তাতেও বিভ্রাট। প্রায় সব মার্কশিটেরই সিরিয়াল নম্বর এক। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি মার্কশিট দেওয়া বন্ধ হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। যার জেরে পড়ুয়াদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হল।

Advertisement

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা মোট ২৭ কলেজে গত জুন মাসে স্নাতকস্তরের প্রথম ও তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা দিয়েছিলেন সব মিলিয়ে অন্তত ১৮ হাজার পরীক্ষার্থী। জুনের ৭ তারিখ পরীক্ষা শেষ হওয়ার পর ৩০ জুন তারিখে অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়।

নিয়ম অনুযায়ী, অনলাইনে ফলাফল ঘোষণার কয়েক দিন পরেই হাতে মার্কশিট দিয়ে দেওয়া হয়। কিন্তু পড়ুয়াদের একাংশের অভিয়োগ, বিশ্ববিদ্যালয়ের টালবাহানার জন্যই পাঁচ মাস পর মার্কশিট হাতে পেলেন তাঁরা। ছাত্রী বিরজা রায় বলেন, ‘‘ফল ঘোষণার পাঁচ মাস পরে কলেজে মার্কশিট এলেও তা ভুলে ভরা। সংশোধিত মার্কশিট কবে পাব, জানি না। এই দীর্ঘসূত্রিতার জেরে বহু পড়ুয়ার স্কলারশিপ পেতে সমস্যা হবে।’’

Advertisement

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী সোমবারের মধ্যে সংশোধিত মার্কশিট দিয়ে দেওয়া হবে পড়ুয়াদের। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীরকুমার রায় বলেন, ‘‘ছাপার সময় কিছু ভুল হয়ে থাকতে পারে। অন্তত ১০টি কলেজের পড়ুয়াদের মার্কশিটে এমন ভুল সামনে এসেছে। কী ভাবে এমন ভুল হল, খতিয়ে দেখছি। আগামী সোমবারের মধ্যে আমরা সংশোধিত মার্কশিট পাঠিয়ে দিতে পারব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন