তিরন্দাজিতে রাজ্য দলে বীরভূমের দুই

জাতীয় স্তরের তিরন্দাজি প্রতিযোগিতায় রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পেল বীরভূমের দুই প্রতিযোগী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লাভপুর শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০১:০৭
Share:

জাতীয় স্তরের তিরন্দাজি প্রতিযোগিতায় রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পেল বীরভূমের দুই প্রতিযোগী। আজ, শনিবার থেকে সর্ব ভারতীয় তিরন্দাজি সংস্থার উদ্যোগে এবং ওড়িশা তিরন্দাজি অ্যাসোসিয়েশনের পরিচালনায় ভূবনেশ্বরে শুরু হচ্ছে চার দিনের ২৭তম জাতীয় সাব জুনিয়র তিরন্দাজি প্রতিযোগিতা। তাতে রাজ্য দলের ৮ জনের মধ্যে ‘ইন্ডিয়ান রাউন্ডে’ বীরভূমের রাজেশকুমার দাস এবং প্রিয়াঙ্কা মুর্ম অন্যতম সদস্য। রাজেশ এবং প্রিয়াঙ্কা লাভপুরের কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুলে যথাক্রমে দশম ও নবম শ্রেণীতে পড়ে। দু’জনেই বোলপুর সাই স্যাগ সেন্টারে প্রশিক্ষণ নেয়। জেলা তিরন্দাজি অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস হাজরা এবং সাই স্যাগের প্রশিক্ষক হারেশকুমার বলেন, ‘‘এর আগেও ওরা মুখ উজ্জ্বল করেছে। এ বারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা রাখি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন