TMC

কী ভাবে বুথে লোক ঢুকিয়ে ভোট করানো হত, বীরভূমে তৃণমূল নেতার ভিডিয়ো ভাইরাল

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ২৩:৪৮
Share:

এই মঞ্চেই সাবের আলি (বাঁ দিকে) ওই বিস্ফোরক বক্তব্য় পেশ করেন বলে অভিযোগ। —নিজস্ব চিত্র

প্রকাশ্য জনসভায় দলের ভোট করানোর ‘কৌশল ফাঁস’ করে দিলেন বীরভূমের সাঁইথিয়া ব্লক তণমূলের সভাপতি সাবের আলি। নিজেরা বুথে ঢুকে কী ভাবে ভোট দিতেন, ভোটারদের দিয়ে কী ভাবে ভোট দেওয়াতেন, সব কৌশল ফাঁস করে দিয়েছেন বলে দাবি করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। দলের নেতাদের দাবি, সাবেরের বক্তব্য়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। পরে সেই ভিডিয়ো তুলেও নেওয়া হয়েছে। তবে জেলা তৃণমূল নেতৃত্ব পাল্টা বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

Advertisement

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, চড়ছে উত্তেজনার পারদ। তার মধ্যেই বিস্ফোরক বক্তব্যের অভিযোগ সাবেরের বিরুদ্ধে। বিজেপির দাবি, ওই ভিডিয়োয় সাবেরকে বলতে শোনা গিয়েছে, ‘‘এ বছর ভোটে নির্বাচন কমিশন খুব কড়াকড়ি করছে। তার জন্য আমরা যে ভাবে এর আগে বুথে ঢুকেছিলাম, এ বার সে ভাবে ঢুকতে পারবো না। যে ভাবে আমরা ভোট করিয়েছিলাম, সে ভাবে কিন্তু করা যাবে না। যে ভাবে কোন মানুষকে ভোট দেওয়ার জন্য ঢুকিয়ে দিতাম, কখনও কখনও আমরা নিজে ঢুকে যেতাম এবং ভোট দিতাম দলকে জেতাতে, সেটা কিন্তু এ বছর হবে না আর।’’

আনন্দবাজার কর্তৃপক্ষ এই ভিডিয়োর সত্যাসত্য যাচাই করেনি।

Advertisement

বিজেপির বীরভূম জেলা প্রাক্তন সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল বলেন, ‘‘আমরা ভিডিয়োটা দেখেছি। প্রতি ভোটে এটাই করে আসছে তৃণমূল। আগামী ভোটেও সেই পরিকল্পনা করছে।’’ তবে তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ বলেন, ‘‘বিজেপি-র তথ্যপ্রযুক্তি শাখা খুব শক্তিশালী। তাই আমরা এই ভিডিয়ো নিয়ে কোনও কথা বলব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন