TMC

মনোনয়ন জমা দিয়েই তৃণমূলে যোগ দিলেন সিউড়ি পুরসভার বিজেপি প্রার্থী

বুধবার মনোনয়ন জমা দিয়েছিলেন বীরভূমের সিউড়ি পুরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অপর্ণা দাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৯
Share:

তৃণমূলে যোগদান নিজস্ব চিত্র।

মনোনয়ন জমা দেওয়ার পরেই তৃণমূলে যোগ দিলেন সিউড়ি পুরসভার এক বিজেপি প্রার্থী। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী হাত ধরেই বৃহস্পতিবার তৃণমূলে যোগ দান করেন তিনি। এই ঘটনার পরই আবার তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থীদের শাসানি, ধমকানি নিয়ে ভোটে লড়তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।

Advertisement

বুধবার মনোনয়ন জমা দিয়েছিলেন বীরভূমের সিউড়ি পুরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অপর্ণা দাস। এর পর বৃহস্পতিবার রাতে তিনি তৃণমূলে যোগ দিলেন। স্থানীয় বিধায়কের হাত ধরে জোড়াফুল শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, টাকা ও বাড়ি করে দেওয়ার প্রলোভন দেখিয়েই তাঁকে প্রার্থী করা হয়েছিল। ভুল বুঝতে পেরেই এ বার তৃণমূলে যোগ দিলেন তিনি।

এ নিয়ে বীরভূমে বিজেপি-র সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘শুধু অপর্ণা দাস নন, আমরা আরও ছ’জন বিজেপি প্রার্থীর সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে পারছি না। শোনা যাবে, তাঁরাও হয়তো তৃণমূলে যোগদান করেছেন। আসলে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে তৃণমূল এই কাজ করাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement