BJP

Purulia: পুরুলিয়ায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি, কংগ্রেসের একাধিক নেতা, কর্মী

যোগদানকারীদের ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক।

Advertisement

নিজস্ব সংবাদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৪:৪৩
Share:

যোগদানকারীদের দলে স্বাগত জানাচ্ছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।

পুরুলিয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী, জেলা পরিষদের বিরোধী দলনেতা-সহ একাধিক বিজেপি এবং কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিলেন। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা দলের কো অর্ডিনেটর সুজয় বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এই মেগা যোগদান হল শনিবার।

Advertisement

যোগদানকারীদের ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলার সভাপতি গুরুপদ টুডু-সহ অনেকেই। যোগদানপর্ব শেষে মন্ত্রী মলয় বলেন, “তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে বিশেষ সাফল্যের কারণে পুরুলিয়ায় বিরোধী শিবিরে আজ বড়সড় ভাঙন হল। পুরুলিয়া জেলা পরিষদের বাকি বিরোধী সদস্যও খুব শীঘ্রই তৃণমূলে আসবেন।”

পুরুলিয়া জেলা পরিষদের চার সদস্য বিজেপি-র অজিত বাউরী, মানিক চাঁদ কুমার, কংগ্রেসের রাজীব সাহু, তনুশ্রী বাউরি ছাড়া এ বারের নির্বাচনে পুরুলিয়ার কংগ্রেসের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেন। পুরুলিয়া শহর কংগ্রেস সভাপতি বিশ্বরূপ পট্টনায়ক, পুরুলিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ববিতা কর্মকার, ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আরতী পাণ্ডে, ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর রাজীব দত্ত-সহ একাধিক বিজেপি ও কংগ্রেস নেতানেত্রীরা তৃণমূলে যোগ দেন। জেলা পরিষদের চার সদস্য তৃণমূলে যোগদান করায় ৩৮টি আসনের মধ্যে ৩২টি শাসক দলের দখলে এল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন