বাঁকুড়ার সিএমওএইচ-এর অফিসের সামনে। নিজস্ব চিত্র
ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের সমালোচনা করতে দুই জেলায় স্বাস্থ্য দফতর ও হাসপাতালে বিক্ষোভ দেখাল বিজেপি। সোমবার বিজেপি-র স্বাস্থ্য শাখার প্রতিনিধিরা পুরুলিয়া সদর হাসপাতালের সুপারের কাছে দাবি করলেন, ব্লাড সেল সেপারেটার মেশিন বসাতে হবে। এ দিন বিজেপি-র এই শাখা সংগঠনের কর্মী-সমর্থকেরা মিছিল করে হাসপাতালে এসে সুপারকে ডেঙ্গি আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ড তৈরির দাবি জানান। তাঁরা দাবি তোলেন, ‘‘পুরুলিয়া সদর হাসপাতালে ডেঙ্গি আক্রান্তদের প্লেটলেট দেওয়ার ব্যবস্থা করতে হবে। পুরুলিয়া সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্লেটলেট রাখার ব্যবস্থা করতে হবে এবং প্লেটলেট কত পরিমাণ মজুত থাকছে, তা প্রকাশ্যে লিখে টাঙিয়ে রাখতে হবে। এই শাখার জেলা আহ্বায়ক অমৃত শীল বলেন, ‘‘আমাদের দুর্ভাগ্য এখনও পুরুলিয়ায় প্লেটলেট সংরক্ষণের কোনও ব্যবস্থা নেই। ব্লাড শেল সেপারেটর মেশিন বসালে এই সমস্যার সমাধান হতে পারে।’’ হাসপাতালের সুপার শিবাশিস দাস জানান, ‘‘প্লেটলেট পৃথক করার ব্যবস্থা বাঁকুড়া মেডিক্যালে রয়েছে। দরকার হলে বাঁকুড়ায় রোগী পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।’’ বিজেপি-র স্বাস্থ্য শাখার পক্ষ থেকে ডেঙ্গি আক্রান্তের ক্ষেত্রে কী ধরনের সাবধানতা অবলম্বন জরুরি সে বিষয়ে হাসপাতালে নির্দেশিকা টাঙানোর দাবিও তোলা হয়। এ দিন বাঁকুড়ায় বিক্ষোভে উপস্থিত ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, জেলা মহিলা মোর্চার সভানেত্রী মনিকা দত্ত প্রমুখ। বিবেকানন্দবাবু বলেন, “ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার। জেলার গ্রাম ও শহরের বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। যা থেকে মশার উৎপাত বাড়ছে।’’