BJP

ভাঙচুরে ধৃত বিজেপি কর্মী

নির্বাহী সহায়ককে মারধর করা হয় বলে অভিযোগ। জিনিসপত্র ভাঙচুরও করা হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০০:৪৯
Share:

আক্রান্ত: পঞ্চায়েত আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল। নিজস্ব চিত্র

পঞ্চায়েতের নির্বাহী সহায়ককে মারধর করে পঞ্চায়েতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শান্তিনিকেতনের অন্তর্গত কঙ্কালীতলা পঞ্চায়েতে। পঞ্চায়েতের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হলে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, তাদের ফাঁসানো হচ্ছে।

Advertisement

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় বিজেপি কর্মী সন্তোষ ভৌমিক বেশ কয়েকজনকে নিয়ে জমি সংক্রান্ত একটি শংসাপত্র আনতে যান পঞ্চায়েতে। নির্বাহী সহায়ক নিতাইচন্দ্র মণ্ডল জানান পঞ্চায়েতের উপপ্রধান না থাকায় সেই মুহূর্তে শংসাপত্র দেওয়া সম্ভব নয়। তারপরই দু’পক্ষের বচসা থেকে শুরু হয় হাতাহাতি। নির্বাহী সহায়ককে মারধর করা হয় বলে অভিযোগ। জিনিসপত্র ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। নিতাইবাবু বলেন, ‘‘কিছু লোক এ দিন হঠাৎই পঞ্চায়েতে এসে উপপ্রধান ও প্রধানের নামে হুমকি দিতে থাকে। আমি প্রতিবাদ করতে গেলে বন্দুক বার করে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, মারধর করে। এই ঘটনায় আমি যথেষ্ট আতঙ্কে রয়েছি।’’

পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ওহিদউদ্দিনের অভিযোগ, ‘‘বিজেপির বাহিনী আমাকে খুনের চক্রান্তে এ দিন পঞ্চায়েতে খুঁজতে এসেছিল। আমাকে না পেয়ে নির্বাহী সহায়ককে মারধর করে। তারা পঞ্চায়েতে ভাঙচুর চালায় ও প্রধানের ক্যাশবাক্স থেকে প্রায় এক লক্ষ ৮৩ হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।’’

Advertisement

বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ওই অঞ্চলের বিজেপিরর মণ্ডল সভাপতি জয়দেব বিশ্বাসের দাবি, তাঁদের দলীয় কর্মী পঞ্চায়েতে এ দিন একটি ওয়ারিশ শংসাপত্র আনতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে কোনও ভাবেই তা দেওয়া হচ্ছিল না। আগেও বেশ কয়েকবার তাঁকে ঘোরানো হয় বলে অভিযোগ বিজেপির। এ দিন বিজেপি কিছু কর্মী সেই ঘটনার প্রতিবাদ করেন বলে দাবি জয়দেবের। তিনি বলেন, ‘‘আমাদের কর্মীরা কোনও সরকারি আধিকারিককে মারধর বা পঞ্চায়েতে ভাঙচুরের ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। আমাদেরই এক কর্মীকে মারধর করা হয়েছে। মিথ্যা ভাবে আমাদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’’

এ দিন কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান অভিযুক্ত বিজেপি কর্মী সন্তোষ ভৌমিক-সহ বেশ কয়েকজনের নামে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বাপি সাধু নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ৪টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement