TMC

BJP MLA: ভোটারের বাড়িতে মাছের ঝোল রেঁধে নজর কাড়ার চেষ্টা বিজেপি-র সেই নীলাদ্রিশেখরের

বৃহস্পতিবার দলীয় প্রার্থীর সমর্থনে পুরভোটের প্রচারে নেমে আবার এক বার নিজের ভিন্ন সত্ত্বা মেলে ধরলেন নীলাদ্রিশেখর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৪
Share:

রান্নায় ব্যস্ত বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। নিজস্ব চিত্র

রাস্তার পাশের দোকানে বসে চপ ভাজতে দেখা গিয়েছিল তাঁকে। বাঁকুড়ার সেই বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে এ বার দেখা গেল ভোটারকে তুষ্ট করতে বাড়িতে ঢুকে মাছের ঝোল রান্না করতে। বৃহস্পতিবার দলীয় প্রার্থীর সমর্থনে পুরভোটের প্রচারে নেমে আবার এক বার নিজের ভিন্ন সত্ত্বা মেলে ধরলেন নীলাদ্রিশেখর।
বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রুপেণ লোহারের সমর্থনে প্রচারে বার হন নীলাদ্রিশেখর দানা। বাড়ি বাড়ি প্রচার চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় এক গৃহস্থের রান্নাঘরে রান্না হচ্ছে দেখে ওই বাড়িতে ঢুকে পড়েন বিধায়ক। গৃহস্থের সঙ্গে কিছু ক্ষণ কুশল বিনিময়ের পর রান্না করার ইচ্ছাপ্রকাশ করেন নীলাদ্রিশেখর। তখন মাছের ঝোল রান্নার প্রস্তুতি চলছিল ওই বাড়িতে। এর পর রাঁধুনিকে সরিয়ে নিজেই খুন্তি নাড়িয়ে কড়াইতে কয়েক টুকরো মাছ ভেজে ফেলেন বিজেপি বিধায়ক। কিছু ক্ষণের কারিকুরিতে মাছের ঝোলও রেঁধে ফেলেন নীলাদ্রিশেখর। হেঁশেলে ঢুকে বিধায়কের রান্নায় এমন উৎসাহ দেখে চমৎকৃত ওই পরিবারের সদস্যেরাও।

Advertisement

নীলাদ্রির কথায়, ‘‘বিধায়ক হলেও আমি সাধারণ মানুষ। আমার জীবনযাপনও সাধারণ। মাঝে মাঝে বাড়িতেও অল্পস্বল্প রান্না করি। এ দিন প্রচারে বেরিয়ে এক গৃহস্থের বাড়িতে রান্না হতে দেখে রান্না করার ইচ্ছেটা চাগাড় দিল। ২২ নম্বর ওয়ার্ডের প্রত্যেকে আমাকে চেনেন। আমিও সকলকে চিনি। নিজেকে তাঁদেরই এক জন মনে করেই রান্নাঘরে ঢুকে মাছের ঝোল রান্না করলাম।’’

রন্ধনশিল্পে কেরামতি দেখানো নীলাদ্রিশেখরের কাছে নতুন নয়। এর আগে চপ ভাজতে দেখা গিয়েছিল তাঁকে। বিজেপি বিধায়কের প্রচারের এমন বহর দেখে তৃণমূলের এক নেতার রসিকতা, ‘‘প্রচারে নেমে নজর কাড়ার জন্য উনি ‘শেফ’ (রাঁধুনি) সাজতে পারেন। তবে তাতে বাঁকুড়া পুরসভায় বিজেপি-র ভোট কিন্তু ‘সেফ’ (নিরাপদ) নয়। কারণ ওদের পায়ের তলায় মাটি নেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন