BJP

BJP: নিরাপত্তা ছাড়তে চেয়ে আবেদন বিধায়কের

নিরাপত্তা ছাড়ার সিদ্ধান্তের কথা জানাজানি হতেই অমরনাথ তৃণমূলে যেতে পারেন বলে রাজনৈতিক তরফে চর্চা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বাঁকুড়া শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ০৭:১৩
Share:

অমরনাথ শাখা। নিজস্ব চিত্র।

নিরাপত্তা ছাড়তে চেয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানিয়েছেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি, “ব্যক্তিগত সমস্যার জন্যই কেন্দ্রের নিরাপত্তা ছাড়তে চেয়ে আবেদন জানিয়েছি। পাঁচ জন আধা-সেনার খরচ বহনে অসুবিধা হচ্ছিল।”

Advertisement

নিরাপত্তা ছাড়ার সিদ্ধান্তের কথা জানাজানি হতেই অমরনাথ তৃণমূলে যেতে পারেন বলে রাজনৈতিক তরফে চর্চা শুরু হয়েছে। তবে সে জল্পনায় জল ঢেলে অমরনাথের দাবি, “তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্ন নেই। বিজেপিতেই আছি।” বিধায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে অবশ্য দাবি, দলের সাংগঠনিক নানা বিষয়ে ‘ক্ষুব্ধ’ জেলার অন্যতম পুরনো বিজেপি নেতা অমরনাথ। দলের অন্দরে বার বার নিজের অসন্তোষের কথা জানিয়েছেন তিনি। তার পরেও বিষয়গুলির সুরাহা না হওয়ায় দলের সঙ্গে ‘মনোমালিন্য’ বেড়েছে তাঁর, দাবি অনুগামীদের।

এর আগে, গত বৃহস্পতিবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা প্রকাশ্যে জানিয়েছিলেন, দলের সাংগঠনিক কিছু বিষয়ে তাঁর ক্ষোভের কথা লিখিত ভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। অমরনাথও কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়েছেন বলে বিভিন্ন মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল। অমরনাথ বলেন, “অনেক আগেই কেন্দ্রীয় নেতৃত্বকে সাংগঠনিক নানা বিষয়ে আমার ক্ষোভের কথা জানিয়েছি। তবে নিরাপত্তা ছাড়ার সঙ্গে এর কোনও যোগ নেই”।

Advertisement

তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলক মুখোপাধ্যায়ের টিপ্পনী, “একের পরে এক ঘটনায় প্রমাণ হচ্ছে, বিজেপির বিধায়কেরাই ওদের দলে শান্তিতে নেই। আগামী দিনে এ রাজ্যে ওদের অস্তিত্বই টেকে কি না, সেটাই দেখার।” বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহের তবে দাবি, “দলে কোথাও কোনও সমস্যা নেই। অমরনাথদা কেন নিরাপত্তা ছাড়তে চেয়েছেন, তা খোঁজ নেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন