BJP

চপ-মুড়ি  বিক্রি করে  প্রতিবাদ  বিজেপির

বুধবার বাঁকুড়া শহরের ভৈরবস্থান এলাকায় সার্কিট হাউসের সামনে ঠেলাগাড়িতে সাধারণ মানুষকে চপ-মুড়ি বেচে প্রতীকী বিক্ষোভে শামিল হন শহরের বিজেপি কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০২:৫৩
Share:

ভৈরবস্থান এলাকায়। নিজস্ব চিত্র

রাজ্যে বেকারত্ব দূর করার দাবিতে চপ-মুড়ি বিক্রি করে প্রতীকী প্রতিবাদ জানাল বিজেপি। বুধবার বাঁকুড়া শহরের ভৈরবস্থান এলাকায় সার্কিট হাউসের সামনে ঠেলাগাড়িতে সাধারণ মানুষকে চপ-মুড়ি বেচে প্রতীকী বিক্ষোভে শামিল হন শহরের বিজেপি কর্মীরা। দলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সহ-সভাপতি নীলাদ্রিশেখর দানা বলেন, “রাজ্য জুড়ে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ। উল্টে মুখ্যমন্ত্রী বলছেন, চপ-মুড়ি বিক্রি করতে। শিক্ষিত মানুষজনকে নিয়ে সেই কাজ করেই আমরা প্রতিবাদ জানালাম।”

Advertisement

জেলা তৃণমূল সভাপতি তথা প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরার দাবি, “তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পে বাংলার মানুষ স্বনির্ভর হচ্ছেন। সরকারি-বেসরকারি, সর্বত্রই চাকরি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ভোটের আগে বেকারত্ব দূরীকরণের আশ্বাস দিয়েছিলেন। এ রাজ্যের ক’জনকে কেন্দ্র চাকরি দিয়েছে, সেই তথ্য আগে তুলে ধরুক বিজেপি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন