gas

Rameshwar Teli: গ্যাসের দামে নাজেহাল! বোলপুরে কেন্দ্রীয় মন্ত্রীকে পেয়ে নালিশ বিজেপির মহিলাকর্মীর

বৃহস্পতিবার বোলপুরে এসেই পেট্রোপণ্য ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৭:২৯
Share:

কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন বিজেপির এক মহিলাকর্মীর

পেট্রোপণ্য ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার বোলপুরে পা রেখেই রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী। এ বার খোদ রামেশ্বর তেলির সামনেই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তাঁর দলেরই এক মহিলাকর্মী। বোলপুরের এক সভায় গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে বিজেপির ওই কর্মী বলেন, ‘‘গ্যাসের এত দামে আমরা নাজেহাল!’’ উজ্জ্বলার গ্যাস নিয়েও রেহাই মিলছে না জানিয়ে রামেশ্বরের কাছে পূর্ণিমা হাজরা নামে ওই কর্মীর আবেদন, ‘‘দাম একটু কমলে ভাল হয়।’’ পূর্ণিমার কথা বলা শেষ হতেই হাতাহাতি দিতে শুরু করেন উপস্থিত দলের অন্য কর্মী-সমর্থকেরা। গোটা ঘটনায় বিড়ম্বনায় পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কিছু ক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির জন্যই দেশের বাজারে পেট্রল-ডিজেল আর গ্যাসের দাম বাড়ছে।

Advertisement

উজ্জ্বল যোজনার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ওই উজ্জ্বলা যোজনা নিয়েই শুক্রবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আয়োজিত একটি সরকারি অনু‌ষ্ঠানে অংশ নিয়েছিলেন রামেশ্বর। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে পূর্ণিমা বলেন, ‘‘দিনের পর দিন গ্যাসের এত দামে নাজেহাল আমরা৷ গ্যাসের দাম কমান। উজ্জ্বলা যোজনার কানেকশন নিলেও গ্যাসের এত দাম, আর পারা যাচ্ছে না। দাম একটু কমানো হলে ভাল হয়।’’

পূর্ণিমার জবাবে রামেশ্বর বলেন, ‘‘আন্তর্জাতিক বাজারে তেলের দামের জন্য গ্যাস-পেট্রলের দাম বাড়ছে৷ আমরাও চাই দাম কমুক। রাজ্য সরকার কোনও সহযোগিতা করে না। দেখছেন না আমি মন্ত্রী এখানে এসেছি, নিয়ম অনুযায়ী জেলাশাসকের উচিত এসে দেখা করা। কিন্তু কেউই আসেননি৷ রাজ্য সরকার কেন্দ্রের সব প্রকল্পের নাম পরিবর্তন করে দিচ্ছে।’’

Advertisement

পেট্রল-ডিজেল এবং গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে লাগাতার আক্রমণ করছে তৃণমূল। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য করেন, ‘‘পেট্রল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের ক্রমাগত দাম বাড়ছে। দেশে জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা।’’

তারই পাল্টা বৃহস্পতিবার বোলপুরে এসে রামেশ্বর বলেন, ‘‘কেন্দ্র চায়, দেশের সব জায়গায় তেলের দাম এক হোক। বাংলার সরকার পেট্রল-ডিজেলে সেস কমায়নি। বিরোধী শাসিত রাজ্যে পেট্রল-ডিজেলের দাম বেশি। পেট্রল-ডিজেলে সেস কমাক রাজ্য সরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন