Body Recovered

শরীরে ধারালো অস্ত্রের আঘাত! বাঁকুড়ায় সেচ খাল থেকে টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ২৩:০২
Share:

খাল থেকে উদ্ধার চালকের দেহ। পড়ে রয়েছে টোটো। — নিজস্ব চিত্র।

সেচ খাল থেকে এক টোটো চালকের দেহ উদ্ধার। মঙ্গলবার বাঁকুড়ার বারিকুল থানার লেপাম গ্রামের কাছে ওই দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুশীল হেমব্রম। তাঁর বয়স ৪৫ বছর। ওই টোটো চালকের দেহে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তা দেখে পুলিশ একপ্রকার নিশ্চিত, তাঁকে খুন করা হয়েছে। কী কারণে ওই টোটো চালককে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

বাঁকুড়ার বারিকুল থানার লেপাম গ্রামে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন সুশীল হেমব্রম। পেশায় টোটো চালক সুশীল সোমবার বিকেলে স্থানীয় রসপাল বাজারে যান। সেখান থেকে ওই রাতেই তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তিনি বাড়িতে ফিরে না আসায় সন্দেহ হয় পরিবারের। মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন জানতে পারেন, সুশীলের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গ্রাম সংলগ্ন সেচ খালে। অদূরেই পড়ে রয়েছে তাঁর টোটোটিও। খবর পাওয়ার পরে পুলিশ সুশীলের রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো কোনও অস্ত্রের আঘাতেই খুন করা হয়েছে সুশীলকে। তবে তার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। মৃতের স্ত্রী নীলিমা হেমব্রম বলেন, ‘‘আমার স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল বলে আমার জানা নেই। স্বামীর রোজগারেই আমাদের সংসার চলত। সেই স্বামী চলে যাওয়ায় আমার সব শেষ হয়ে গেল। এখন ছেলে মেয়েদের কী ভাবে লেখাপড়া করাব, কী ভাবে সংসার চালাব তা ভেবে পাচ্ছি না।’’ বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘বারিকুল থানায় খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement