দামোদরের এই চর থেকে উদ্ধার হয় বধূর দেহ। — নিজস্ব চিত্র।
দামোদর নদের চর থেকে উদ্ধার হল নিখোঁজ হয়ে যাওয়া এক বধূর দেহ। রবিবার বাঁকুড়ার শালতোড়া থানা এলাকায় ওই দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুস্মিতা মালাকার। তাঁর বয়স ৩২ বছর। রানিগঞ্জের চাপই গ্রামের ওই বধূ শনিবার থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ থানার চাপই গ্রামের বধূ সুস্মিতা শনিবার সকালে নিখোঁজ হয়ে যান। স্বামী মান্তু মালাকার রানিগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে স্ত্রীর নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ করেন। মান্তু পেশায় গাড়িচালক। রবিবার সকালে রানিগঞ্জ থানার চেলোদ এলাকার স্থানীয় বাসিন্দারা দেখেন, দামোদর নদের চরে এক মহিলার দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয়। বাঁকুড়ার শালতোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। দেহটি শনাক্ত করা হয়।
দামোদর নদে ডুবে ওই বধূর মৃত্যু হয়েছে, না কি তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে শালতোড়া থানার পুলিশ।