CBI

Sonajhuri Haat: শান্তিনিকেতনে তদন্ত সেরে সোনাঝুরির হাট ঘুরে দোতারা কিনলেন সিবিআই অফিসারেরা

বৃহস্পতিবার সাতসকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা গাড়ি নিয়ে হাজির হন হাটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ০১:২৪
Share:

আদিবাসী নৃত্য দেখছেন আধিকারিকরা। নিজস্ব চিত্র।

পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলার তদন্তে বুধবার বোলপুরের একাধিক জায়গায় যৌথ ভাবে তল্লাশি চালায় সিবিআই এবং ইডি। কিন্তু বৃহস্পতিবার সেই সিবিআই আধিকারিকদের দেখা গেল অন্য রূপে। কলকাতা ফিরে যাওয়ার আগে গাড়ি থামিয়ে তাঁরা ঘুরে বেড়ালেন সোনাঝুরি হাটে।

Advertisement

বৃহস্পতিবার সাতসকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা গাড়ি নিয়ে হাজির হন হাটে। তখনও হাট তেমন জমে ওঠেনি। কেউ কেউ সবে পসরা সাজাচ্ছেন। তাঁরা হাটে ঘুরে বেড়ান বেশ খানিক ক্ষণ। কেনাকাটাও করেন। কেউ কেনেন পাঞ্জাবি, কেউ আবার শার্ট। অপরাধের রহস্য ভেদে ব্যস্ত মস্তিষ্ককে কিছুটা ‘আরাম’ দেওয়ার জন্য কেউ আবার কিনেছেন দোতারা।

হাটের মাঠেই এক জায়গায় আদিবাসী নৃত্য চলছিল। আধিকারিকরা দাঁড়িয়ে নাচ দেখেন। সেই নাচ মোবাইল বন্দিও করেন তাঁরা। তার পর গাড়ি নিয়ে ফিরে যান কলকাতায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন