Mamata Banerjee

Mamata Banerjee: চলতি মাসের শেষে দু’দিনের পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী মমতা, করতে পারেন কর্মিসভাও

মমতার সফরকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, ‘‘ভাঁওতা দিতে আসছেন মুখ্যমন্ত্রী!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২০ মে ২০২২ ২২:৫৫
Share:

ফাইল চিত্র।

চলতি মাসের শেষেই পুরুলিয়া আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন ইঙ্গিত পেয়েই তৎপর জেলা প্রশাসন। সূত্রের খবর, দু’দিনের জেলা সফরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে কর্মিসভাও করতে পারেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা। এই সফরকে কটাক্ষ করে বিজেপির দাবি, আবার ভাঁওতা দিতে আসছেন মুখ্যমন্ত্রী!
জেলা তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর, ৩১ মে দলীয় কর্মিসভা করতে পারেন মমতা। সেখানে একেবারে বুথ স্তর থেকে পঞ্চায়েত এবং জেলা নেতৃত্বকে হাজির থাকতে বলা হয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই ওই সভা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক এবং একটি কর্মিসভা করেছেন মমতা।

Advertisement

মুখ্যমন্ত্রীর সফর নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষায় রয়েছেন পুরুলিয়াবাসী। অনেক উন্নয়ন হয়েছে এখানে। মুখ্যমন্ত্রী আরও কী কী ঘোষণা করেন, তার জন্যই মুখিয়ে আমরা।’’

যদিও এই সফরকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, ‘‘এর আগেও মুখ্যমন্ত্রী পুরুলিয়া এসে সহজ-সরল মানুষদের ভাঁওতা দিয়ে গিয়েছেন। আবারও আসছেন ভাঁওতা দিতে। প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। বলেছিলেন, জঙ্গলমহল হাসছে। কোনও কাজ হয়নি। এই সরকার যত দিন থাকবে, কোনও ভাবেই পুরুলিয়ার উন্নয়ন সম্ভব নয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন