সোনামুখীতে সংঘর্ষ

গরুবাঁধার জায়গা কার? এই নিয়ে সংঘর্ষে জড়াল দুই পক্ষ। রবিবার সকালে সোনামুখী থানার কাষ্ঠসাঙ্গা গ্রামের ঘটনা। গুরুতর জখম অবস্থায় গাজন গড়াই ও মধুসূদন গড়াইকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০০:৩৮
Share:

আহত গাজন গড়াই।—নিজস্ব চিত্র

গরুবাঁধার জায়গা কার? এই নিয়ে সংঘর্ষে জড়াল দুই পক্ষ। রবিবার সকালে সোনামুখী থানার কাষ্ঠসাঙ্গা গ্রামের ঘটনা। গুরুতর জখম অবস্থায় গাজন গড়াই ও মধুসূদন গড়াইকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দু’জনকে সোনামুখী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গরুবাঁধার জায়গা নিয়ে গ্রামেরই দুই পরিবারের মধ্যে ঝামেলা রয়েছে। গাজনবাবুদের দাবি ওই জায়গা তাঁদের। অন্যদিকে ওই জায়গার দাবিদার পূর্ণিমা গড়াইও। দু’জনেই অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এই ঘটনার মধ্যে সিপিএম-তৃণমূল দ্বন্দ্বের কথাও উঠে আসছে। সোনামুখীর যুব তৃণমূল সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়ের দাবি ‘‘গ্রামীণ এই ঝগড়ার পিছনে সিপিএমের উস্কানি আছে।’’ যদিও সিপিএমের জেলা কমিটির সদস্য সোনামুখীর বাসিন্দা শেখর ভট্টাচার্যের পাল্টা দাবি, ‘‘একদম মিথ্যা অভিযোগ। এই ঘটনা আসলে তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্ব।’’ তৃণমূলের জেলা নেতা সোনামুখীর পুরপ্রধান সুরজিৎ মুখোপাধ্যায়ের অভিযোগ, ‘‘এর মধ্যে আমাদের কোনও গোষ্ঠী কলহ নেই। সিপিএম অকারণে নাক গলানোয় ওই গ্রামে একটি সংর্ষের ঘটনার খবর পেয়েছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement