কলেজের অফিসিয়াল ক্লার্ক পদে স্থায়ী নিয়োগ নিয়ে এক শিক্ষকের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছিলেন ওই কলেজেরই এক মহিলা। মুরারইয়ের একটি কলেজের সাধারণ কর্মী হিসাবে কর্মরত ওই মহিলা সুবিচার চেয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী, রামপুরহাটের মহকুমাশাসক, ডিপিআইকে ডাকযোগে চিঠি পাঠিয়েছিলেন। ওই ঘটনায় কলেজের সুনাম নষ্ট হয়েছে, এমনটাই মনে করে কলেজের টিচার্স এবং স্টাফ কাউন্সিল। বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভও করে স্টাফ কাউন্সিলের সদস্যেরা। অভিযুক্ত কলেজ শিক্ষক এ দিন বলেন, ‘‘অভিযোগকারী মহিলার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।’’
কলেজ শিক্ষকদের একটা অংশ তাঁর পাশে না দাঁড়ানোয় বিস্মিত নন অভিযোগকারী মহিলা। তাঁর দাবি, ‘‘গোটাটাই ষড়যন্ত্র। ওই শিক্ষককে মদত দিচ্ছেন অনেকেই।’’ এ দিন বহু চেষ্টা করেও কলেজ পরিচালন সমিতির সভাপতি নুরে আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।