মারধর, হামলায় অভিযুক্ত তৃণমূল

তৃণমূল প্রার্থীরা হেরে গিয়ে এলাকায় এলাকায় দুষ্কৃতীদের নিয়ে তাণ্ডব চালাচ্ছে। এই অভিযোগ তুলে তাদের গ্রেফতারের দাবিতে বুধবার রামপুরহাট শহরে মিছিল, পথ অবরোধ করল কংগ্রেস। পাশাপাশি রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের কাছে কংগ্রেসের তরফে স্মারকলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, পুরসভার ১ ও ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত দুই কাউন্সিলর সুদেব দাস ও জামালউদ্দিন শেখ-সহ আরও অনেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০০:৪৩
Share:

তৃণমূল প্রার্থীরা হেরে গিয়ে এলাকায় এলাকায় দুষ্কৃতীদের নিয়ে তাণ্ডব চালাচ্ছে। এই অভিযোগ তুলে তাদের গ্রেফতারের দাবিতে বুধবার রামপুরহাট শহরে মিছিল, পথ অবরোধ করল কংগ্রেস। পাশাপাশি রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের কাছে কংগ্রেসের তরফে স্মারকলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, পুরসভার ১ ও ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত দুই কাউন্সিলর সুদেব দাস ও জামালউদ্দিন শেখ-সহ আরও অনেকে।

Advertisement

জিম্মির অভিযোগ, ‘‘১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর কাছে তৃণমূল হেরে যাওয়ার পর তাদের আশ্রিত দুষ্কৃতীরা রিভলবার নিয়ে মঙ্গলবার রাতে শ্রীফলা এলাকায় দাপিয়ে বেড়িয়েছে। দু’টি ক্লাবে ভাঙচুর করেছে। দলীয় কর্মীদের মারধরও করেছে। পুলিশের কাছে রাতেই অভিযোগ জানানো হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।’’ প্রসঙ্গত, এ বার ভোটে ১ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের সুদেব দাসের কাছে হেরে যান তৃণমূলের সুশান্ত মুখোপাধ্যায়।

এ দিন, দুপুরে শ্রীফলা এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় সুরেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ক্লাব ঘরের বাইরে টিভি ভাঙা অবস্থায় পড়ে আছে। রাস্তায় কাঁচের টুকরো পড়ে রয়েছে। তৃণমূলের শহর সভাপতি সুশান্তবাবু অবশ্য দাবি করেছেন, ‘‘দু’টি ক্লাব নিয়ে মারামারি হয়েছে। সেই ঘটনাকে অন্য রূপ দেওয়া হচ্ছে। ভৈরব মাল যেহেতু একজন সক্রিয় তৃণমূল কর্মী, তাই তাঁর নামে বদনাম দেওয়া হচ্ছে।’’ রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক জোবি থমাস কে জানান, সুনির্দিষ্ট ভাবে অভিযোগ এখনও থানায় হয়নি। এলাকার বাসিন্দারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন। সেটা ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

অন্য দিকে, ফল ঘোষণার পর মঙ্গলবার রাতে ১৮ নম্বর ওয়ার্ডের পীরপুকুর পাড়ে বোমাবাজি হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement