বিতর্কে বাঁকুড়ার কলেজ

অফলাইনে বিষয় বদল, উঠছে প্রশ্ন 

ভর্তির পরেও বিভিন্ন কলেজে কোনও কোনও বিষয়ে আসন ফাঁকা থাকে। বা ফাঁকা হয়। ধরা যাক, কিছু পড়ুয়া কলেজ ছেড়ে দ‌েওয়ায় বাংলা অনার্সের কয়েকটি আসন ফাঁকা হল। এ দিকে বাংলায় আসন ফাঁকা না পেয়ে কিছু পড়ুয়া হয়তো ভর্তি হয়ে রয়েছেন অন্য কোনও বিষয় নিয়ে। মেধার ভিত্তিতে তাঁদের ফাঁকা হওয়া আসনগুলিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়। 

Advertisement

রাজদীপ বন্দ্যোপাধ্যায়

বাঁকুড়া শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ০১:২১
Share:

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়

কলেজে ভর্তির যাবতীয় প্রক্রিয়া, মায় বিষয় বদলও অনলাইনে করতে হবে বলে নির্দেশ দিয়েছিল রাজ্য উচ্চ শিক্ষা দফতর। না মানার অভিযোগ উঠল বাঁকুড়ার দু’টি কলেজের বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাঁকুড়া সম্মিলনী কলেজ ও ওন্দা মহাবিদ্যালয় পড়ুয়াদের বিষয় পরিবর্তন অফলাইনে করেছে বলে জানতে পেরেছি। এটা মেনে নেওয়া হবে না। ওই দু’টি কলেজের বিরুদ্ধে কী ব্যবস্থা নেব, সেটা বিশ্ববিদ্যালয়ের এগ্‌জিকিউটিভ কমিটির বৈঠকে চূড়ান্ত হবে।”

Advertisement

ভর্তির পরেও বিভিন্ন কলেজে কোনও কোনও বিষয়ে আসন ফাঁকা থাকে। বা ফাঁকা হয়। ধরা যাক, কিছু পড়ুয়া কলেজ ছেড়ে দ‌েওয়ায় বাংলা অনার্সের কয়েকটি আসন ফাঁকা হল। এ দিকে বাংলায় আসন ফাঁকা না পেয়ে কিছু পড়ুয়া হয়তো ভর্তি হয়ে রয়েছেন অন্য কোনও বিষয় নিয়ে। মেধার ভিত্তিতে তাঁদের ফাঁকা হওয়া আসনগুলিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়।

রাজ্য উচ্চ শিক্ষা দফতর নির্দেশ দিয়েছিল, এ ক্ষেত্রে কোন বিষয়ে কতগুলি আসন খালি হল—সেই খতিয়ান গোড়াতেই প্রকাশ করতে হবে কলেজের পোর্টালে। ইচ্ছুক পড়ুয়ারা আবেদন করবেন অনলাইনে। সেপ্টেম্বরের ৪ তারিখ সম্মিলনী কলেজ এবং ২৩ তারিখ ওন্দা মহাবিদ্যালয় বিষয় পরিবর্তনের নোটিস দেয়। সেখানে বলা হয়, কলেজের অফিস থেকে ফর্ম তুলে জমা করতে হবে কলেজেই। ওন্দা মহাবিদ্যালয় আবার ফর্মে দাম ধার্য করেছিল ১০ টাকা।

Advertisement

গোলমালটা পাকে পরে। পাঁচমুড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনল বিশ্বাস জানান, তাঁরা কলেজের পোর্টালেই ফাঁকা আসনের হিসাব প্রকাশ করেছিলেন। অনলাইনে আবেদন করে বেশ কিছু পড়ুয়া ভর্তিও হয়েছিলেন। সম্প্রতি অফলাইনে বিষয় পরিবর্তন করতে চেয়ে ওই কলেজের পড়ুয়াদের একাংশ অধ্যক্ষকে ঘেরাও করেন। তাঁদের প্রশ্ন ছিল, অন্য দু’টি কলেজের ছাত্ররা এমন সুযোগ পেলে তাঁরা পাবেন না কেন? অনলবাবু বলেন, ‘‘বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়কে সমস্যাটি জানাই। বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওই দাবি নাকচ করে দিয়েছে।”

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও ভাবেই ভর্তি বা বিষয় পরিবর্তন অফলাইনে করা যাবে না। এটা রাজ্য উচ্চশিক্ষা দফতরের নির্দেশ। একাধিক বার রাজ্য থেকে নির্দেশিকা আমাদের পাঠানো হয়েছে। আমরাও প্রতিটি কলেজে বেশ কয়েক বার নির্দেশিকা পাঠিয়েছি।” তাহলে ওই কলেজ দু’টির ব্যাপারে কী করা হবে? যাঁরা ইতিমধ্যেই অফলাইনে বিষয় পরিবর্তন করে ফেলেছেন, কী হবে সেই সমস্ত পড়ুয়াদের? উপাচার্য বলেন, ‘‘পুরো বিষয়টি নিয়েই এগ্‌জিকিউটিভ কমিটির বৈঠকে আলোচনা হবে।’’

উচ্চশিক্ষা দফতরের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন এমনটা হল? ওন্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিজয়কান্ত দুবে বলেন, “নিয়ম ভেঙে আমরা কিছু করিনি। কলেজের অ্যাডমিশন কমিটির বৈঠকেই এ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল।”

বাঁকুড়া সম্মিলনী কলেজের অধ্যক্ষ তথা বাঁকুড়া জেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি সমীরকুমার মুখোপাধ্যায় ফোন ধরেননি। ওই কলেজের গভর্নিং বডির সভাপতি তথা বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে রাজ্য উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অমান্য করে কিছু করা হলে তা সমর্থন করার প্রশ্নই নেই।”

উপাচার্য জানান, কোনও ভাবেই অফলাইনে যাতে ছাত্রভর্তি বা বিষয় পরিবর্তন করা না হয় সেই নির্দেশিকা ফের জেলার সব কলেজগুলিকে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন