Extra Marital Relation

কাজে যোগ দেওয়ার নাম করে বিধবা মহিলার সঙ্গে পালান বিবাহিত যুবক! বাঁকুড়ার জঙ্গল থেকে উদ্ধার দু’জনের ঝুলন্ত দেহ

সোনামুখী জঙ্গলের আশপাশের এলাকার কয়েক জন বাসিন্দা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে দেখেন শালগাছের ডাল থেকে যুগলের দেহ ঝুলছে। তা দেখে সোনামুখী থানায় খবর দেন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:০৭
Share:

— প্রতীকী চিত্র।

বাঁকুড়ার সোনামুখী জঙ্গলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুগল। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জয়ন্ত বাউরি (২৬) ও কৃষ্ণা বাউরি (২৩)। দু’জনের দেহ উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, বিধবা কৃষ্ণার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল জয়ন্তের। সেই সূত্রেই দু’জনে আত্মঘাতী হয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী শহরের দেওয়ান বাজার এলাকার বাসিন্দা জয়ন্তের বাড়িতে স্ত্রী, এক কন্যা সন্তান ও বাবা-মা রয়েছেন। বেশ কিছু দিন ধরে সোনামুখী থানারই রপট গ্রামের কৃষ্ণার সঙ্গে জয়ন্ত বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। গত ৯ ডিসেম্বর জয়ন্ত কলকাতায় নির্মাণ কাজে যোগ দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের লোকজন জানতে পারেন, জয়ন্ত কৃষ্ণাকে নিয়ে পালিয়ে গিয়েছেন। খোঁজাখুঁজির পরেও তাঁদের না পেয়ে গত ১৪ ডিসেম্বর সোনামুখী থানায় নিখোঁজ ডায়েরি করেন জয়ন্তের পরিবারের লোকজন।

সোমবার বিকেলে সোনামুখী জঙ্গলের আশপাশের এলাকার কয়েক জন বাসিন্দা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে দেখেন শালগাছের ডাল থেকে যুগলের দেহ ঝুলছে। তা দেখে সোনামুখী থানায় খবর দেন স্থানীয়েরা। এর পরেই সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দু’টি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ-বহির্ভূত সম্পর্ক সমাজ মেনে নেবে না, এই আশঙ্কাতেই ওই যুগল আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

Advertisement

জয়ন্তের বাবা রমন বাউরি বলেন, ‘‘আমার ছেলে কলকাতায় কাজে যাবে বলে বাড়ি থেকে কয়েক দিন আগে বেরিয়েছিল। তার পর থেকে তার ফোন সুইচ অফ ছিল। সে এই কয়েকটা দিন কোথায় ছিল জানি না। সোমবার রাতে খবর পাই রপটের বিধবা এক মহিলার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ওই মহিলার সঙ্গে ছেলের প্রেমের সম্পর্ক নিশ্চয়ই ছিল। না হলে এমন ঘটনা ঘটত না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement