বিজেপির হাত ধরে বহিষ্কৃত ৫০ জন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০৪:১৩
Share:

বক্তা: পুরুলিয়ার সভায় সূর্যকান্ত মিশ্র। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের যাঁরা বিজেপির হাত ধরেছেন, পার্টিতে তাঁদের কোনও জায়গা নেই বলে জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শনিবার পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দিরে দলের এক আলোচনাসভায় যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘তৃণমূলকে হটাতে আমাদের দলের যাঁরা বিজেপির হাত ধরছেন, তেমন ৫০ জনেরও বেশি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আরও তদন্ত চলছে। যেখানে সন্দেহজনক এ রকম কেউ আছেন, তাঁরা কেউ পার্টিতে থাকবেন না।’’

Advertisement

এ দিন কলকাতায় শহিদ সমাবেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, এক সময়ে যাঁরা সিপিএমের হার্মাদ ছিল, এখন তাঁরা বিজেপির ওস্তাদ। তৃণমূলের এই অভিযোগ সম্পর্কে সূর্য বলেন, ‘‘পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহলে দেখুন, যতগুলো হার্মাদ ছিল, মাওবাদী— সব সামনে পিছনে সিকিউরিটি, এসর্কট ভ্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।তাঁরা সবাই তৃণমূল করছেন। একটা লোকও নেই যে তৃণমূল করছে না। এই মুখগুলোকে মানুষ তখনও দেখেছে, এখনও দেখছে। কারা হার্মাদ, কাদের প্রশ্রয়ে হার্মাদ হয়েছে, সবই পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন।’’

ঋতব্রতর তৃণমূলের সমাবেশে যোগ দেওয়া প্রসঙ্গে সূর্য বলেন, ‘‘আমাদের ঘর ঝাঁট দিতে হয় মাঝে মধ্যে। ঝাঁট দিয়ে যা ময়লা নর্দমায় যায়, তা ওরা নিয়ে নেয়। দলে কোথাও কোথাও এরকম কিছু লোক রয়েছে। বরখাস্তও হয়েছে। আরও করতে হবে। একশো, হাজার হলেও করব। মনে রাখতে হবে আমাদের পার্টিতে ও সব করার জায়গা নেই। জেল খেটে আবার পার্টিতে এসে নেতা হয়ে বসে গেলেন, এ সব হয় না।’’

Advertisement

সূর্য দাবি করেন, ‘‘বাংলাকে বাঁচাতে হলে তৃণমূলকে হটাতে হবে। দেশকে বাঁচাতে হলে বিজেপিকে হটাতে হবে। তবে তৃণমূলকে হটাতে বিজেপিকে সঙ্গে নিয়ে লড়াই করা যাবে না। বামগণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে সামিল করেই তা করা যাবে।’’

এ দিন তিনি কর্মীদের মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলে, তাঁদের পাশে থাকতে বলেছেন। এ দিনের সভায় দলের কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান বাসুদেব আচারিয়া, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, জেলা সম্পাদক প্রদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন