suri

রাজ্য সরকারের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তুলে শ্রমিক মেলায় বিক্ষোভে বাম-কংগ্রেস

তাদের অভিযোগ, শ্রমিক পর্ষদের ১৬২০ কোটি টাকা লুঠ করেছে রাজ্য সরকার। যদিও পর্ষদ এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

নিজস্ব স‌ংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ২০:০৩
Share:

মিছিল নিয়ন্ত্রণ করছে পুলিশ।

সিউড়িতে রাজ্য সরকারের শ্রমিক মেলায় বিক্ষোভ দেখাল বাম ও কংগ্রেস। তাদের অভিযোগ, শ্রমিক পর্ষদের ১৬২০ কোটি টাকা লুঠ করেছে রাজ্য সরকার। যদিও পর্ষদ এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

বৃহস্পতিবার এই অভিযোগ তুলে বাম-কংগ্রেসের প্রতিনিধিরা সিউড়ির রেডক্রস সোসাইটি থেকে একটি মিছিল করেন জেলা স্কুল মাঠ পর্যন্ত। সেখানে তখন শ্রমিক মেলার উদ্বোধন পর্ব চলছিল। যদিও পুলিশ তাঁদের শ্রমিক মেলায় প্রবেশ করতে দেয়নি। তার আগেই মিছিল আটকে দেওয়া হয়।

এর পরই অবস্থান-বিক্ষোভ শুরু করেন বাম এবং কংগ্রেসের কর্মীরা। কিছু ক্ষণ বিক্ষোভ দেখানোর পরই তাদের এই কর্মসূচি শেষ হয়।

Advertisement

পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শ্রমিক মেলা প্রাঙ্গণে। বৃহস্পতিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নন্দেশ্বর মণ্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসনের আধিকারিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement