Birbhum Police

Birbhum Police: অনলাইনে প্রতারণা হওয়া ২০ লক্ষ টাকা ফেরাল বীরভূম পুলিশের সাইবার ক্রাইম বিভাগ

সাইবার অপরাধের দুনিয়ায় উল্লেখযোগ্য সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৭:২৩
Share:

টাকা ফেরতের অনুষ্ঠান। নিজস্ব চিত্র।

সাইবার অপরাধের দুনিয়ায় উল্লেখযোগ্য সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ। অনলাইনে প্রতারিতদের খোয়া যাওয়া টাকা ফেরত দিল ওই জেলার সাইবার অপরাধ বিভাগ। শুক্রবার এক অনুষ্ঠান করে প্রতারিত ৩৫ জনের হাতে মোট ২০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে।

Advertisement

মূলত ২০২০-২১ সালের মধ্যে অভিযোগ জানিয়েছিলেন ওই ৩৫ জন। অনলাইন শপিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, অনলাইন প্রতারণা— মূলত এ সবের মাধ্যমেই টাকা খোয়া গিয়েছিল ওই ব্যক্তিদের। তারাপীঠ, বোলপুর, রামপুরহাট, মুরারই— এ সব এলাকাতেই বাড়ি তাঁদের। পুলিশের উদ্যোগে টাকা ফেরত পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তাঁরা। নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জয়শ্রী সাহুর ৪৫ হাজার ৯০০ টাকা খোয়া গিয়েছিল ২০১৯ সালের অক্টোবর মাসে। শুক্রবার টাকা ফেরত পেয়েছেন তিনি। বলেছেন, ‘‘ফোন পে থেকে টাকা খোয়া যাওয়ার পর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছিলাম। আজ ওই টাকা ফেরত পেলাম। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’’

টাকা ফেরতের অনুষ্ঠান শেষে বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেছেন, ‘‘২০১৯ সালে সাইবার অপরাধ বিভাগ তৈরি করা হয়েছিল বীরভূমে। মাত্র দু’বছরের মধ্যে ৩০ লক্ষ টাকার প্রতারণা হয়েছিল। এর মধ্যে ২০ লক্ষ টাকা আমরা উদ্ধার করে ফেরত দিয়েছি। আরও কিছু মামলা পড়ে রয়েছে। সেগুলি নিয়ে তদন্ত চলছে। তা উদ্ধার হলে আমরা প্রতারিতদের ফেরত দেব।’’ বীরভূম জেলার সাইবার অপরাধ বিভাগের তরফে একটি ইউটিউব চ্যানেল খোলা হবে বলে জানিয়েছেন তিনি। সেই চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে সাইবার প্রতারণার বিষয়ে সতর্ক করা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন