Visva Bharati

Visva Bharati University: বহিষ্কৃত পড়ুয়াকে ‘দলিত’ বলে অপমানের অভিযোগ, বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর

বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যাপক সুমিতের বিরুদ্ধে সোমনাথ শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৯
Share:

বিশ্বভারতীয় ছাত্র সোমনাথ সৌ। নিজস্ব চিত্র।

বিশ্বভারতীর সাম্প্রতিক ছাত্র আন্দোলনের অন্যতম ‘মুখ’ সোমনাথ সৌকে এ বার ‘দলিত’ বলে অপমান করার অভিযোগ বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসুর বিরুদ্ধে। এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন সোমনাথ। অন্যদিকে, সোমনাথের বিরুদ্ধে তাঁকে হেনস্থা করার অভিযোগ তুলে থানায় পাল্টা এফআইআর দায়ের করেছেন সুমিত।

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়াকে বহিষ্কার করার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীরা। বহিষ্কৃত তিন পড়ুয়ার অন্যতম ছিলেন সোমনাথ। বিশ্বভারতী কর্তৃপক্ষের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্ট স্থগিতাদেশ জারি করায় তিন পড়ুয়াকে ক্লাসে ফিরিয়ে নেওয়া হয়। এ বার সেই তিন পড়ুয়ার অন্যতম সোমনাথকে জাতিগত পরিচয় তুলে অপমান করার অভিযোগ উঠেছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ঘনিষ্ঠ অধ্যাপক সুমিতের বিরুদ্ধে।

Advertisement

বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যাপক সুমিতের বিরুদ্ধে সোমনাথ শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমনাথ শুক্রবার বলেন, ‘‘বোলপুরের শ্যামবাটি এলাকায় একটি চা দোকানের সামনে সুমিত বসুর দেখা হলে আমাকে কটূক্তি করেন তিনি। জাতিবিদ্বেষ মূলক মন্তব্যও করেন। বলেন, একজন দলিত ছাত্রের সঙ্গে কথা বললে তাঁর জাত যাবে।’’ এর আগে সুমিত তাঁকে ‘মাওবাদী’ হিসেবে চিহ্নিত করেছিলেন বলেও অভিযোগ সোমনাথের।

অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে সুমিতকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে শান্তিনিকেতন থানা জানিয়েছে, সুমিত শুক্রবার সোমনাথের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। সুমিতের অভিযোগ, সোমনাথ শ্যামবাটিতে তাঁকে হেনস্থা করেছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন