বাড়ির পিছন থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বাপি বাউরি (২৮)। তাঁর বাড়ি রঘুনাথপুর থানার মণ্ডপডাঙা গ্রামে। শনিবার সকালে বাড়ির পিছনের দিকে একটি নিম গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা করেছেন বলে অনুমান। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। সকালে বাড়ি থেকে একটি চেয়ার নিয়ে গিয়ে তার উপরে উঠে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোক পুলিশকে জানিয়েছে।