অস্বাভাবিক মৃত্যু

বাপের বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম প্রাণসখী টুডু (২০)। মঙ্গলবার সন্ধ্যায় সাঁতুড়ি থানার মাটিদুন্দরা গ্রামে ওই বধূর বাপের বাড়িতে তাঁর দেহ মেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০০:৫৭
Share:

বাপের বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম প্রাণসখী টুডু (২০)। মঙ্গলবার সন্ধ্যায় সাঁতুড়ি থানার মাটিদুন্দরা গ্রামে ওই বধূর বাপের বাড়িতে তাঁর দেহ মেলে। এ বছর নিতুড়িয়া থানার বাগমারা গ্রামে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের এক মাস পর থেকেই মাটিদুন্দরা গ্রামে তিনি বাপের বাড়িতে চলে আসেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মঙ্গলবার দুপুরে বাড়ির সকলে যখন চাষের কাজে মাঠে গিয়েছিলেন, সে সময়ই ফাঁকা বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই বধূ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement