Coronavirus

মৃত প্রৌঢ়, বন্ধ সিসিইউ

মৃত ব্যক্তির পুরুলিয়া শহরে স্টেশনারি দোকান ছিল। রবিবার সকালে তাঁর পাড়ায় জীবণানুাশক ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী কাউন্সিলর বিভাসরঞ্জন দাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০২:৩৯
Share:

প্রতীকী ছবি

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যবসায়ীর দেহ দাহ করার পরে রিপোর্ট এল তিনি করোনা পজ়িটিভ। পুরুলিয়া মেডিক্যালের সুপার সুকোমল বিষয়ীর দাবি, ‘‘পুরুলিয়া শহরের বাসিন্দা বছর বাহান্নর ওই ব্যক্তিকে শুক্রবার রাতে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালের সিসিইউ ইউনিটে ভর্তি করানো হয়। শনিবার সকালে হৃদরোগেই তাঁর মৃত্যু হয়। পরে সেই রাতে তাঁর করোনা পজ়িটিভ রিপোর্ট আসে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার থেকে আপাতত পুরুলিয়া মেডিক্যালের সিসিইউ ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁর সংস্পর্শে আসা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ ১৫ জনকে চিহ্নিত করে লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হচ্ছে। তাঁদের কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে।’’ পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, ‘‘আমরা পুরো বিষয়টি স্বাস্থ্যভবনকে জানিয়েছি।’’

Advertisement

মৃত ব্যক্তির পুরুলিয়া শহরে স্টেশনারি দোকান ছিল। রবিবার সকালে তাঁর পাড়ায় জীবণানুাশক ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী কাউন্সিলর বিভাসরঞ্জন দাস। মহকুমাশাসক (পুরুলিয়া সদর) প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘‘ওই ব্যক্তির বাড়ি কন্টেনমেন্ট জ়োন করা হয়েছে।

মৃতের মেয়ে বলেন, ‘‘দিন সাতেক আগে বাবার জ্বর এসেছিল। ডাক্তার পরীক্ষা করিয়ে জানিয়েছিলেন, বাবার টাইফয়েড হয়েছে। তিন দিনেই জ্বর কমে যায়। তবুও বাবা ও আমার লালারসের নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলাম। তার মধ্যেই শুক্রবার অনেক রাতে বাবার বুকে অস্বস্তি ও চাপ অনুভব করায় পুরুলিয়া মেডিক্যালে ভর্তি করাই। পরের দিন সকালেই বাবা মারা গেল। আর রাতে জানতে পারলাম, বাবার রিপোর্ট করোনা পজ়িটিভ। কী থেকে যে কী ঘটে গেল!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement