খোঁজ নেই আক্রান্তের
Coronavirus

বৃদ্ধের মৃত্যু, মাড়গ্রামে পজ়িটিভ চার

এ দিকে, হাসপাতাল কর্তৃপক্ষ দেহ পরিবারের হাতে তুলে দেননি। বৃদ্ধের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের ১৪ দিন গৃহ নিভৃতবাসে থাকার পাশাপাশি করোনা টেস্ট করার পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০২:৩২
Share:

প্রতীকী ছবি

করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার দুপুরে ৭৫ বছরের ওই বৃদ্ধের মৃত্যু হয়। বাড়ি রামপুরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিল। চিকিৎসা চলাকালীন করোনা টেস্ট হয়। রবিবার দুপুরে মৃত্যু হয়।

Advertisement

এ দিকে, হাসপাতাল কর্তৃপক্ষ দেহ পরিবারের হাতে তুলে দেননি। বৃদ্ধের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের ১৪ দিন গৃহ নিভৃতবাসে থাকার পাশাপাশি করোনা টেস্ট করার পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অন্য দিকে, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নলহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধের করোনা পজিটিভ ধরা পড়েছে। রবিবার বিকেলে ওই বৃদ্ধকে রামপুরহাটের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে, মাড়গ্রামে চার শিশুর মৃত্যুর ঘটনার পরে এলাকার ২০২ জনের করোনা টেস্ট করে স্বাস্থ্য দফতর। তাঁদের মধ্যে দু’জন মহিলা সহ চার জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বিএমওএইচ (রামপুরহাট ২) অভিজিৎ রায়চৌধুরী জানান, রবিবার তিন করোনা আক্রান্তকে রামপুরহাটের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের করোনা টেস্ট করা হয়েছে। যাঁরা বাকি আছেন, তাঁদের মঙ্গলবার টেস্ট করা হবে।

Advertisement

রামপুরহাট স্বাস্থ্য জেলায় করোনা টেস্টের সংখ্যা বৃদ্ধি পেলেও রামপুরহাট এবং নলহাটি পুরসভা এলাকায় কিয়স্ক বসিয়ে করোনা টেস্ট নিয়মিত করা হচ্ছে না বলে অভিযোগ। প্রশাসনের নির্দেশে নিয়মিত দুটি শহরের ফল বাজার, ওষুধের দোকান সহ অন্য দোকান এবং পথচলতি ইচ্ছুকদের কিয়স্ক বসিয়ে করোনা টেস্ট করানোর কথা। রামপুরহাটের মহকুমাশাসক শ্বেতা আগরওয়াল জানান, নলহাটি পুর এলাকায় বুধবার এবং রামপুরহাটে শুক্রবার কিয়স্ক বসিয়ে টেস্ট করা হয়েছে। রামপুরহাট স্বাস্থ্য জেলা সূত্রে জানা যায়, রামপুরহাট স্বাস্থ্য জেলায় চারটি কিয়স্ক বসানো হয়েছে। রামপুরহাট এবং নলহাটি পুরসভা এলাকাতেও কিয়স্ক বসিয়ে নিয়মিত করোনা টেস্ট করা হবে।

অন্য দিকে, হদিস মিলছে না আক্রান্ত এক প্রৌঢ়ের। স্বাস্থ্য দফতরের কাছে ঠিকানা দিয়েছিলেন রামপুরহাট রেলপাড় ১৪ নম্বর ওয়ার্ডের। ফোন নম্বরও দেন বছর ৫৫-র ওই প্রৌঢ়। পুরসভার অধীন স্বাস্থ্যকেন্দ্রে ২২ জুলাই করোনা টেস্ট করেন। রবিবার পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসার জন্য ফোনে এবং ওয়ার্ডে যোগাযোগ করা হলেও সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পায়নি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement