বিতর্ক প্রতিযোগিতায় রাজ্যস্তরে দেবজিৎ

নির্বাচন কমিশন আয়োজিত নোটা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় এ বার জেলার গণ্ডী ছাড়িয়ে রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করতে চলেছে দেবজিৎ দাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ময়ূরেশ্বর শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০০:৫০
Share:

দেবজিৎ দাস। —নিজস্ব চিত্র

নির্বাচন কমিশন আয়োজিত নোটা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় এ বার জেলার গণ্ডী ছাড়িয়ে রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করতে চলেছে দেবজিৎ দাস। ময়ূরেশ্বরের ষাটপলসা হাইস্কুলের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র দেবজিতের বাড়ি স্থানীয় সেরুনিয়া গ্রামে। তার বাবা বিশ্বনাথবাবু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মা বিষ্ণুপ্রিয়াদেবী গৃহবধু। ওই স্কুল থেকে নোটার স্বপক্ষে ব্লকস্তরের প্রতিযোগিতায় ২ জন পড়ুয়া যোগ দেয়। তারইমধ্যে দেবজিত ব্লকস্তরে তৃতীয়, মহকুমা এবং জেলায় প্রথম স্থান অধিকার করেছে।

Advertisement

নিয়মানুযায়ী, জেলাস্তরে প্রতিটি বিভাগে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। প্রসঙ্গত, ওই বিভাগে ময়ূরেশ্বরেরই কোটাসুর হাইস্কুলের ছাত্রী কৃষ্ণকলি চন্দ্র জেলাস্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। সেই হিসাবে দেবজিৎ সেই সুযোগ পাওয়ায় স্কুলে বইছে এখন খুশির হাওয়া। ওই বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক সূর্য লামা বলেন, ‘‘দেবজিৎ আমাদের স্কুলের মুখ উজ্বল করেছে। রাজ্যেও ভালো ফল করবে বলেই আশা রাখি।’’

দেবজিৎ জানায়, স্যারেদের উৎসাহেই এমনটা সম্ভব হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন