এলাকায় অবৈধ ভাবে তৈরি মদের ভাটি উচ্ছেদ করা, গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা-সহ বিভিন্ন দাবিতে পথে নামলেন ‘অলইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন’-র কর্মীরা। বুধবার তাঁরা এই দাবি নিয়ে আড়শার ব্লক সদর শিরকাবাদ বাসস্ট্যান্ড থেকে মিছিল করে বিডিও-র কাছে যান। সংগঠনের জেলা সম্পাদিকা রানি মাহাতোর অভিযোগ, ‘‘এলাকায় অবৈধ ভাবে তৈরি করা মদের প্রচুর ঠেক গজিয়ে উঠেছে। এমনকী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পর্যন্ত মদের ঠেক চলছে। মদ্যপদের উৎপাতে মেয়ে-বৌদের রাস্তাঘাটে চলাফেরা করা পর্যন্ত দায় হয়ে উঠেছে।’’ একই সঙ্গে তাঁর দাবি, দীর্ঘদিন ধরে ভারী বৃষ্টি নেই, গ্রামে গ্রামে পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে। সে কারণে তাঁরা প্রশাসনের কাছে গ্রামে-গ্রামে পানীয় জলের ব্যবস্থা করার দাবি তুলেছেন। ওই সংগঠনের আরও অভিযোগ, এলাকায় পুরনো স্বনির্ভর দল যাঁরা শাসকদলের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখে চলে না, তারা নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আড়শার বিডিও দিব্যেন্দু গোস্বামীর দাবি, ‘‘পানীয় জলের সমস্যা মেটানোর চেষ্টা চলছে। তবু এলাকার কোথায়-কোথায় সমস্যা চলছে, তা ওঁদের জানাতে বলেছি।’’ তিনি জানান, মদভাটিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলেছেন। স্বনির্ভর দল নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাও তিনি জানাতে বলেছেন। সে ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।